রেলভিত্তিক লঞ্চার থেকে মধ্যপাল্লার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। আজ (বৃহস্পতিবার) একথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, এই প্রথমবারের মতো রেলভিত্তিক লঞ্চার থেকে এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো। খবর হিন্দুস্তান টাইমসের।
বিশেষভাবে ডিজাইন করা রেলভিত্তিক এই মোবাইল লঞ্চার তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।
ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এরআগে গত এপ্রিল মাসে উড়িষ্যার উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-প্রাইমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিআরডিও।
এই ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রটি নতুন প্রজন্মের অগ্নি শ্রেণির ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এর সর্বোচ্চ রেঞ্জ এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত। এই নতুন ক্ষেপণাস্ত্রটি অনেকটাই হালকা। একারণে খুব সহজের একে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে সড়ক বা রেলপথে।
এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত সেকল দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, যারা ‘চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম’ তৈরি করেছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পকে বর্ণবাদী-ইসলামবিদ্বেষী বললেন লন্ডনের মেয়র
ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই: রাশিয়া