ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৮: ০৮

একটি বিতর্কিত বিজ্ঞাপনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি।

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারনি বলেন, দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি সেখানে আয়োজিত এক নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে ক্ষমা চান।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ট্রাম্পের শুক্রবারের মন্তব্যের সত্যতা নিশ্চিত করে কারনি বলেন, “আমি সত্যিই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি।”

কারনি আরও জানান, বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে পর্যালোচনা করেছিলেন এবং এটি প্রচার না করার পরামর্শ দিয়েছিলেন।

“আমি ফোর্ডকে বলেছিলাম, আমি এই বিজ্ঞাপন প্রচার করতে চাই না,” — বলেন তিনি।

দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাগ ফোর্ডের তত্ত্বাবধানে অক্টোবরের ১৬ তারিখে ওই বিজ্ঞাপনটি প্রচারিত হয়। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ক্লিপ ব্যবহার করা হয়েছে, যেখানে বলতে শোনা যায় ‘শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।’

বৈদেশিক বাণিজ্যের ওপর ১৯৮৭ সালে দেওয়া এক বেতার ভাষণে তিনি ওই মন্তব্য করেছিলেন।

বিজ্ঞাপনটি প্রচারের পর ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে–এ ঘোষণা দেন যে তিনি কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করছেন।

এরপর অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছিলেন, আলোচনার পুনরারম্ভের স্বার্থে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হবে। তবে সেটি ঘটেনি।

বরং বিজ্ঞাপনটি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ বেসবল ম্যাচ চলাকালে যুক্তরাষ্ট্রজুড়ে সম্প্রচারিত হয়—Fox, ESPN এবং Bloomberg–এ প্রাইম টাইমে।

এরপর ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

দক্ষিণ কোরিয়ার ডিনারের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, কারনির সঙ্গে তার “খুব সুন্দর একটি আলাপ” হয়েছে, তবে বিস্তারিত জানাননি।

তবুও তিনি পুনর্ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র–কানাডা বাণিজ্য আলোচনা আপাতত বন্ধই থাকবে।

(সূত্রঃ রয়টার্স)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত