আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

আমার দেশ অনলাইন

ভারতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বেঙ্গালুরু থেকে শিবমোগ্গা যাওয়ার পথে ডিভাইডার ভেঙ্গে বাসটিকে ধাক্কা দেয় অপরদিক দিক থেকে আসা একটি ট্রাক। বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফলে যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসার ন্যূনতম সুযোগটাও পাননি। এতে জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ২০ জন মারা যায়।

বিজ্ঞাপন

আহত যাত্রীদের উদ্ধার করতে পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকজন যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের হিরিয়ুর ও চিত্তাগুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ট্রাক চালক ডিভাইডার পেরিয়ে বাসে ধাক্কা দেয়। তার জেরেই বাসে আগুন লাগে। পুলিশের ধারণা, ট্রাক চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। দুর্ঘটনার পরে ৪৮ নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/হিন্দুস্তান টাইমস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন