আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল-আজহারের ইমামকে চাপ দিয়ে ইসরাইলবিরোধী বিবৃতি প্রত্যাহার

আমার দেশ অনলাইন
আল-আজহারের ইমামকে চাপ দিয়ে ইসরাইলবিরোধী বিবৃতি প্রত্যাহার

বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী প্রতিষ্ঠান আল-আজহারের গ্র্যান্ড ইমামের ইসরাইলবিরোধী বিবৃতি চাপ দিয়ে প্রত্যাহার করেছে মিশরের প্রেসিডেন্ট কার্যালয়। মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

গাজায় ইসরাইলের ‘গণহত্যামূলক দুর্ভিক্ষের’ ফিলিস্তিনিদের ক্ষুধায় রাখাকে চাপানো উল্লেখ করে নিন্দা জানায় আল–আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বিবৃতি প্রত্যাহার করতে চাপ দেওয়া হয় সিসি সরকারের পক্ষ থেকে থেকে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আল-আজহার কর্তৃপক্ষ জানায়, জীবন বাঁচাতে গাজায় মানবিক যুদ্ধবিরতি সম্পর্কিত চলমান আলোচনাকে প্রভাবিত করতে পারে। তাই বিবৃতি প্রত্যাহার করার উদ্যোগ নিয়েছে।

আল-আজহার কর্তৃপক্ষ আরো বলেছে, গাজায় প্রতিদিনের রক্তপাত রোধ করার স্বার্থকে তারা অগ্রাধিকার দেয়, আশা করছে যে আলোচনার ফলে রক্তপাত অবিলম্বে বন্ধ হবে এবং জীবনের সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তাগুলি সরবরাহ করা হবে, যা থেকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণ বঞ্চিত রয়েছে।

কিন্তু আল-আজহার এবং মিশরের রাষ্ট্রপতির ঘনিষ্ঠ দুটি সূত্র মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে যে মঙ্গলবার রাষ্ট্রপতি আবদেল-ফাত্তাহ আল-সিসির অফিসের অনুরোধের পর বিবৃতিটি প্রকাশের কিছুক্ষণ পরেই সরিয়ে নেওয়া হয়েছে। সূত্রগুলি নাম প্রকাশ না করার শর্তে বলেছে কারণ তাদের প্রেসের সাথে কথা বলার অনুমতি ছিল না। প্রত্যাহারের কারণ ছিল যে বিবৃতিটি আল-আজহার গাজায় ‘সম্পূর্ণ গণহত্যা’ হিসাবে বর্ণনা করা তৃতীয় রাষ্ট্রের জড়িত থাকার কথা উল্লেখ করেছিল।

এদিকে আন্তর্জাতিক মুসলিম পণ্ডিতদের ইউনিয়নের প্রধান আলী আল-কারাদাঘি বিবৃতিটি মুছে ফেলাকে অযৌক্তিক বলে নিন্দা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন