আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

আমার দেশ অনলাইন
ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬
ছবি: সংগৃহীত

ফিলিপাইনে টাইফুন বুয়ালোইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনের দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩৩ জন। এছাড়া ১৪ জন এখনো নিখোঁজ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে যে, টাইফুনের প্রভাবে গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে সাত লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবার এবং ২৭ লাখ ৯৭ হাজার ৭০৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে এক লাখ ৬৩ হাজার ৩১৭ জন বর্তমানে দুই হাজার ৬৮০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আরো এক লাখ ১৮ হাজার ৯৫৭ জনকে কেন্দ্রগুলোর বাইরে সহায়তা দেয়া হচ্ছে।

কাগায়ান উপত্যকায় আটজন, বিকোল অঞ্চলে নয়জন, কর্ডিলেরা প্রশাসনিক অঞ্চলে চারজন, মধ্য লুজনে দু’জন, মধ্য ভিসায়াসে দু’জন এবং পূর্ব ভিসায়াসে একজনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং বন্যায় মোট আট হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এক লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার।

শনিবার ফিলিপাইনে আঘাত হানে বুয়ালোই। এরআগে শুক্রবার থেকেই দেশটিতে মুষলধারে বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইতে শুরু করে।

সুপার টাইফুন রাগাসার কয়েকদিন পরেই আঘাত হানলো বুয়ালোই। ভিয়েতনামে তাণ্ডব চালানোর পর টাইফুনটি আজ (সোমবার) ভিয়েতনামে আঘাত হানে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন