‘রেডি-টু-ইট’ পাস্তা খেয়ে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮: ৪৬
ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, সম্প্রতি রান্না করা পাস্তা খাবারের সঙ্গে সম্পর্কিত লিস্টেরিয়া প্রাদুর্ভাবে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন হাসপাতালে ভর্তি আছেন। জুন মাসে নেটস ফাইন ফুডসের তৈরি বিভিন্ন রেডি-টু-ইট পাস্তায় প্রথম এই প্রাদুর্ভাবের শনাক্ত করা হয়।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এফডিএ ও রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) যৌথভাবে মাল্টিস্টেট লিস্টেরিয়া সংক্রমণের তদন্ত করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যে ২৭ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে একজন গর্ভবতী নারীর ভ্রূণ সংক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরইমধ্যে কিছু জনপ্রিয় পণ্য প্রত্যাহার করা হয়েছে। জনপ্রিয় ব্রান্ড পণ্যগুলোর মধ্যে রয়েছে ক্রোগার, ওয়ালমার্ট, ট্রেডার জো’স ও জায়ান্ট ঈগল এর শপে বিক্রি হওয়া চিকেন আলফ্রেডো, মিটবল পাস্তা, চিংড়ি স্ক্যাম্পি বাটি ও পাস্তা সালাদ রয়েছে।

এফডিএ জনগণকে তাদের ফ্রিজে থাকা এসব পণ্য ফেলে দিতে সতর্ক করেছে। সংস্থার মতে, লিস্টেরিয়া সংক্রমণ জ্বর, পেশী ব্যথা ও স্নায়বিক জটিলতা তৈরি করতে পারে এবং এটি গর্ভবতী নারী, নবজাতক ও বয়স্কদের জন্য প্রাণঘাতী হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত