সুরিনামের রাজধানী পারামারিবোতে এক ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় পাঁচ শিশুসহ মোট নয়জন নিহত হয়েছেন। পুলিশ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। হামলার পর আহত অবস্থায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রাতভর সংঘটিত এই হামলায় এক ব্যক্তি তার বাড়ি ও আশপাশের এলাকায় ধারালো অস্ত্র দিয়ে একাধিক মানুষকে হত্যা করেন। নিহতদের মধ্যে সন্দেহভাজনের নিজের চার সন্তানও রয়েছে। এ ঘটনায় আরও এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলার আগে সন্দেহভাজনের সঙ্গে তার স্ত্রীর ফোনে কথা কাটাকাটি হয়েছিল। প্রতিবেশীরা জানান, অভিযুক্ত ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহভাজন ব্যক্তি পুলিশ সদস্যদের ওপরও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে তার পায়ে গুলিবিদ্ধ হয় এবং বর্তমানে তিনি পুলিশি নজরদারিতে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি।
সুরিনামের প্রেসিডেন্ট জেনিফার গিয়ারলিংস-সিমন্স এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এটি কল্পনাতীতভাবে কঠিন সময়। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য আমি শক্তি, সাহস ও সান্ত্বনা কামনা করি।”
পুলিশ জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সূত্র: জিও নিউজ
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

