সিডনিতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, যুদ্ধ বন্ধের আহ্বান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৫: ২২
ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও এ বিক্ষোভে অংশ নেন। যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

সিডনি হারবার ব্রিজে শান্তিপূর্ণ এ বিক্ষোভে অনেকে ছোট বাচ্চা নিয়েও হাজির হন। এই মুহুর্তে যুদ্ধবিরতি দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

তিনি বছর বয়সী ছেলেকে কাঁধে নিয়ে বিক্ষোভে যোগ দেন অ্যালেক বেভিল। তিনি বলেন, ‘আমি জানি এটা পৃথিবীর অন্য প্রান্ত। কিন্তু এখানেও বিষয়টি আমাদের ব্যাপকভাবে প্রভাবিত করছে। আমরা আরো বেশি ত্রাণ দিয়ে সাহায্য করতে পারি।’

আরেক বিক্ষোভকারী জারা উইলিয়ামস বলেন, ‘আমাদের সরকার ইসরাইলের ওপর কোন কার্যকর নিষেধাজ্ঞা আরোপ করেনি। যখন গাজার পুরো জনসংখ্যাকে জোরপূর্বক অনাহারে রাখা হচ্ছে, তখন আমরা কিছুই করতে পারছি না।’

নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে, বিক্ষোভকে কেন্দ্র করে সিডনি শহরজুড়ে তারা কয়েকশ অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে বামপন্থী গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকি সিডনির ল্যাং পার্কে জড়ো হওয়া বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, এই মিছিল ‘ইতিহাস সৃষ্টি করবে’। তিনি ইসরাইলের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

মেহরিন ফারুকি অভিযোগ করেন, ইসরাইলি বাহিনী গাজাবাসীর ওপর ‘গণহত্যা’ চালাচ্ছে।

এ ছাড়া তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের প্রধানমন্ত্রী ক্রিস মিন্সের সমালোচনা করেন। কারণ, মিন্স বলেছিলেন, এই বিক্ষোভ-মিছিল করাটা ঠিক হবে না।

মিছিলের দুই ঘন্টা পর তা বন্ধ করতে আয়োজনকদের আহ্বান জানায় পুলিশ।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত