যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানানো এবং কঠোর বক্তব্যের পর এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাইরের শক্তির হুমকি ইরান নীরবে মেনে নেবে না।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্সে বরাতে হাতামি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যের মাত্রা বৃদ্ধিকে একটি হুমকি হিসেবে বিবেচনা করে এবং এর ধারাবাহিকতা কোনো প্রতিক্রিয়া ছাড়া সহ্য করবে না।”
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করতে পারে। একই সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে এসব বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরানের সামরিক নেতৃত্বের এই বক্তব্য চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক চাপের মধ্যে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

