ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল জাকার্তা পুলিশের প্রধান সুসাতিও পুরনোমো কনড্রো এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় কিছু কর্মচারী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বের হচ্ছিলেন।
দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং ভবনের ভেতরে আরও হতাহতের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। কনড্রো বলেন, “এখন আমরা ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া এবং ভবন ঠান্ডা করার কাজে মনোনিবেশ করছি।”
জানা গেছে, ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস, যারা খনি ও কৃষি খাতে আকাশ জরিপ কার্যক্রমে ব্যবহৃত ড্রোন সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি জাপানের টেরা ড্রোন কর্পোরেশনের ইন্দোনেশিয়ান ইউনিট।
স্থানীয় কমপাস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বহু দমকলকর্মী ভবনের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন এবং কয়েকটি লাশের ব্যাগ ভবন থেকে বের করে আনছেন। কিছু কর্মীকে পোর্টেবল সিঁড়ি ব্যবহার করে উপরের তলা থেকে নামতে দেখা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে পারেনি টেরা ড্রোন ইন্দোনেশিয়া বা মূল প্রতিষ্ঠান টেরা ড্রোন কর্পোরেশন।

