ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিডনি হামলার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে দোষারোপ করেছেন। নেতানিয়াহু বলেছেন সিডনিতে রোববারের হামলার আগে ঘটনার পেছনে অ্যান্টিসেমিটিজমকে উস্কানি দিয়েছে অস্ট্রেলিয়া। খবর এএফপির।
নেতানিয়াহু বলেন, “তিন মাস আগে আমি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আপনার নীতি অ্যান্টিসেমিটিজমের আগুনে তেল ঢালছে।” তিনি আগস্টে অ্যান্থনি আলবেনিসকে লেখা চিঠিতে এই বিষয়ে সতর্ক করেছিলেন যখন ক্যানবেরার ঘোষণা আসে যে তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
তিনি আরও বলেন, “অ্যান্টিসেমিটিজম এমন একটি ক্যান্সার যা ছড়িয়ে পড়ে যখন নেতারা নীরব থাকে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করে না।” দক্ষিণ ইসরাইলে একটি জনসভায় এই মন্তব্য করেন নেতানিয়াহু ।
এসআর

