কথিত করোনা জিহাদ

তাবলিগের ৭০ জনকে অব্যাহতি দিল ভারতীয় আদালত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৬: ১৬
ছবি: টিআরটি

তাবলিগ জামাতের ৭০ জন সদস্যের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন দিল্লির হাইকোর্ট ।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বানসল কৃষ্ণ এই রায় দেন। খবর টিআরটি গ্লোবাল।

বিজ্ঞাপন

এই মামলাগুলোতে অভিযোগ ছিল যে, করোনা মহামারির সময় তারা বিদেশি নাগরিকদের মসজিদ ও ঘরে আশ্রয় দিয়ে সরকারের লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা আন্তর্জাতিক ধর্মীয় সমাবেশের আয়োজন করে এবং এর ফলে স্বাস্থ্য সংকট আরও বাড়িয়ে তোলে।

দিল্লি হাইকোর্ট বলেছেন, ২০২০ সালে করোনাভাইরাস ছড়ানোর জন্য দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাত কোনোভাবেই দায়ী নয়। দিল্লি পুলিশের করা মামলা খারিজ করে এই রায় দিয়েছেন হাইকোর্ট। এতে দীর্ঘ পাঁচ বছর পর দায়মুক্ত হলো তাবলিগ জামাত।

দিল্লি পুলিশ যে ৭০ জন ভারতীয়র বিরুদ্ধে ১৬টি প্রাথমিক তথ্যবিবরণী (এফআইআর) দায়ের করেছিল, হাইকোর্ট সব খারিজ করে দিয়েছেন। বিচারপতি নীনা বনসল কৃষ্ণা বলেছেন, দিল্লি পুলিশ কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি।

প্রসঙ্গত, তাবলিগ জামাত একটি ইসলামী দাওয়াতি (প্রসারকেন্দ্রিক) আন্দোলন, যেটি ১৯২৬ সালে মাওলানা মুহাম্মদ ইলিয়াস কর্তৃক ভারতের মেওয়াত অঞ্চলে শুরু হয়। বর্তমানে এটি ১০০-র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং বিশ্বের বৃহত্তম মুসলিম মিশনারি আন্দোলন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত