আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোলোগনা শিশু বই মেলায় নিষিদ্ধ ইসরাইলি সাহিত্য সংগঠন

আমার দেশ অনলাইন

বোলোগনা শিশু বই মেলায় নিষিদ্ধ ইসরাইলি সাহিত্য সংগঠন
ছবি: সংগৃহীত।

ইতালিতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক শিশু বই মেলা থেকে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে ইসরাইলের একটি সাহিত্য সংগঠনকে। এটি ইসরাইলের বিরুদ্ধে ক্রমবর্ধমান সাংস্কৃতিক বয়কটের আরেকটি স্পষ্ট ইঙ্গিত। মানবাধিকার বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের একটি বড় অংশ ইতোমধ্যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলকে অভিযুক্ত করেছে।

মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলি দৈনিক হারেটজের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় ও দীর্ঘদিন ধরে চলমান শিশু সাহিত্যভিত্তিক আয়োজন বোলোগনা শিশু বই মেলা এ বছর ইসরাইলি ইনস্টিটিউট ফর হিব্রু লিটারেচারকে অংশগ্রহণের অনুমতি দেয়নি। মেলাটিতে বিশ্বজুড়ে প্রকাশনা শিল্পের হাজার হাজার প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।

ইসরাইলের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানটি বিদেশে ইসরাইলি সাহিত্য প্রচারের জন্য গঠিত। গত বছর ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলায় প্রথমবারের মতো তারা একটি সরকারি বুথ নিয়ে অংশ নিয়েছিল। তবে বোলোগনা মেলায় স্ট্যান্ডের আবেদন করলে আয়োজকরা জানায়, মেলার বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কোনো সরকারি ইসরাইলি সংস্থাকে প্রদর্শনীর অনুমতি দেওয়া হবে না।

বসন্তকালে আয়োজিত বোলোগনা শিশু বই মেলাকে বিশ্ব প্রকাশনা অঙ্গনের অন্যতম প্রভাবশালী আয়োজন হিসেবে বিবেচনা করা হয়। ঐতিহ্যগতভাবে এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় স্ট্যান্ডও থাকে। তবুও চলমান গাজা আগ্রাসন ও ফিলিস্তিনি শিশুদের ওপর সহিংসতার প্রেক্ষাপটে ইসরাইলি রাষ্ট্রীয় উপস্থিতি বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক ও নৈতিক অবস্থানের প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন