ফিলিস্তিনের গাজা উপত্যকার তথাকথিত ‘হলুদ রেখায়’ যত তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে মিশর।
গতকাল শনিবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, এর উদ্দেশ্য হলো ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যাচাই করা। খবর মিডল ইস্ট মনিটরের।
যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজার ৫০ শতাংশের বেশি ভূখণ্ড ইসরাইল নিজের দখলে রাখার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
দোহা ফোরাম ২০২৫-এর এক অধিবেশনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রয়োজন; কারণ এক পক্ষ অর্থাৎ ইসরাইল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং দাবি করছে যে অন্য পক্ষই লঙ্ঘন করছে।
তিনি বলেন, মিশর শান্তি বাস্তবায়নের পরিবর্তে শান্তি রক্ষার পক্ষে। ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাওয়ার জন্য আমাদের এখন যুদ্ধবিরতি সুসংহত করতে হবে।
তিনি মনে করেন, ফিলিস্তিনিদের উচিত তাদের নিজস্ব বিষয় নিজেদেরই পরিচালনা করা।
তিনি বলেন, যতক্ষণ না ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ক্ষমতায়িত এবং গাজায় মোতায়েন করা হয়, ততক্ষণ গাজা এবং পশ্চিম তীর স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ।
এই কূটনীতিক বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইল বা মধ্যপ্রাচ্যের জন্য কোনো সমাধান বা টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নেই। এটি ব্যতীত সবই হবে অস্থায়ী সমাধান।


অস্ত্র বিক্রিতে গাজা গণহত্যার ভিডিও ব্যবহার ইসরাইলের