আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দির মুক্তি

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় ১১৬ রাজনৈতিক বন্দির মুক্তি

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, গত সপ্তাহে ঘোষিত সিদ্ধান্তের পর থেকে দেশটিতে ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে আটক হয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কারা পরিষেবা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে—সাংবিধানিক শৃঙ্খলা ব্যাহত করা এবং জাতির স্থিতিশীলতা ক্ষুণ্ন করার অভিযোগে যারা স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন, এই কারামুক্তির উদ্যোগে তারা উপকৃত হয়েছেন।

এদিকে বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত সংখ্যা এর চেয়ে কম।

প্রসঙ্গত, মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে একটি ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত মামলার বিচার চলছে বলে জানানো হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন