আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক বছরে লক্ষাধিক ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

আমার দেশ অনলাইন

এক বছরে লক্ষাধিক ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকে লক্ষাধিক ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানিয়েছে, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসা অন্তর্ভুক্ত। তাদের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখা এবং অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরি। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা ১৫০ শতাংশ বেড়েছে।

ট্রাম্প প্রশাসন অভিবাসী নীতি কঠোর করার পাশাপাশি নতুন ভিসা প্রদানেও ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করেছে। এর মাধ্যমে তারা এক বছরে অভিবাসীদের ওপর নজরদারি ও কড়াকড়ি আরও জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন