নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপে বিল আটকে গেল মার্কিন সিনেটে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১২: ৫৬
ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পালটা জবাব হিসেবে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদে এ বিল পাস হলেও আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

গতকাল অনুষ্ঠিত ভোটে বিলটি ৫৪ থেকে ৪৫ ভোটে অনুমোদন পেলেও চূড়ান্ত পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোটের বাধা অতিক্রম করতে পারেনি।

গত ৯ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদে নিষেধাজ্ঞা বিল পাসের পক্ষে ভোট দেন মার্কিন আইনপ্রণেতারা। ‘অবৈধ আদালত প্রতিক্রিয়া’ আইন নামে এ বিল পাস হয়। তবে, সিনেটে বিলটি আটকে যাওয়ায় সেটি আইনে পরিণত হওয়া আপাতত অনিশ্চিত। জাতিসংঘের বিশেষজ্ঞ, ইউরোপীয় কর্মকর্তারা এবং আইসিসির বর্তমান ও সাবেক পরিচালনা পর্ষদের প্রেসিডেন্টরা বিলটির বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন। তাদের মতে, এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের জন্য ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ স্থাপন করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত