আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির

আমার দেশ অনলাইন

হাসিনাকে বাংলাদেশে পাঠাতে মোদির প্রতি আহ্বান ওয়াইসির
হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি এবং শেখ হাসিনা।

অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতের লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ওয়াইসি বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির ‘এক বোন’ বসে আছেন—তাঁকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক। তিনি বলেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার রাজ্যের জনগণকে বলছে যে তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। তাহলে দিল্লিতে থাকা ওই ব্যক্তিকেও বাংলাদেশে পাঠানো হোক।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়েছে, ওয়াইসি বলেন, “মহারাষ্ট্র সরকার বলছে তারা বাংলাদেশিদের বের করে দিয়েছে। তাহলে মোদি জির বোন হিসেবে দিল্লিতে যে বসে আছেন, তাঁকেও বাংলাদেশে পাঠান।” এ সময় সমাবেশে উপস্থিত জনতা হর্ষধ্বনিতে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানায়।

ওয়াইসি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, যদি তারা চান হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক, তাহলে স্লোগান দিতে। তাঁর আহ্বানে জনতা ‘নারায়ে তকবির’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান দেয়। পরে দেশটির প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, “মোদি জি, এই আওয়াজ শুনুন। তাঁকে নিয়ে যান, তাঁকে বের করে দিন, তাঁকে বাংলাদেশে পৌঁছে দিন।”

এর আগেও ওয়াইসি বাংলাদেশের ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছিলেন। গত বছরের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহারে তথাকথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে।

এ অভিযোগের জবাবে ওয়াইসি বলেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল এলাকাগুলোতে—যেখানে আগের নির্বাচনে তাঁর দল ভালো ফল করেছিল। তিনি বলেন, “মোদিজি বলছেন বিহারে বাংলাদেশি আছে। কিন্তু বিহারে বা সীমাঞ্চল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন বসে আছেন। তাঁকে সীমাঞ্চলে আনুন, আমরাই তাঁকে বাংলাদেশে পৌঁছে দেব।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন