আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
কমান্ড অথরিটির জরুরি বৈঠক ডাকলেন পাক প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তানের মধ্যে হামলা-পালটা হামলার মাধ্যমে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। যেকোনো সময় ভয়াবহ কিছু ঘটতে পারে। এ অবস্থায় ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বিজ্ঞাপন

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ দেশটির স্থল, আকাশ ও নৌবাহিনীর যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।

এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রীও এ সংস্থার সদস্য।

কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, তিন বাহিনী প্রধান, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন। এসপিডির দায়িত্বে থাকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র।

পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারতে পাকিস্তানের পাল্টা হামলা শুরুর পরই উচ্চ পর্যায়ের এই বৈঠকের কথা জানালো ইসলামাবাদ।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন