১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড পুনঃমূল্যায়ন করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার প্রধান জোসেফ এডলো একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ১৯ দেশ থেকে আসা প্রত্যেক অভিবাসীর গ্রিন কার্ডের পূর্ণাঙ্গ ও কঠোর পুনঃমূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
কোন দেশগুলো এই তালিকায় রয়েছে বিবিসির এমন প্রশ্নে সংস্থাটি জুন মাসে হোয়াইট হাউজের দেয়া একটি ঘোষণার কথা জানায়। যেখানে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলা অন্তর্ভুক্ত ছিল।
বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের কাছে একজন আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
সন্দেহভাজন রাহমানুল্লাহ লাকানওয়াল ২০২১ সালে একটি কর্মসূচির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।
তবে গ্রিন কার্ড পর্যালোচনা সম্পর্কে এডলোর সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে স্পষ্টভাবে সেই হামলার কথা উল্লেখ করা হয়নি।
তিনি বলেন, ‘এই দেশ এবং মার্কিন জনগণের সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার। এদেশের জনগণ পূর্ববর্তী প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির খরচ বহন করবে না।’
পুনঃমূল্যায়ন কেমন হবে সে সম্পর্কে আর কোনো বিস্তারিত বিবরণ দেননি তিনি।
বুধবার আফগানদের সকল অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ জানিয়েছে, ‘নিরাপত্তা এবং যাচাই-বাছাই প্রোটোকল’ পর্যালোচনার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরএ


ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প