চলতি বছরের প্রথম আট মাসে রাশিয়ার সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের পরিমাণ বেড়ে ৩৬৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের জানায়, গত বছর একই সময়ে বাণিজ্যের পরিমাণ ছিল ১৭৪ মিলিয়ন ডলার। খবর টোলো নিউজের।
রোববার মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুল সালাম জাওয়াদ বলেছেন, রাশিয়ায় আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কিশমিশ, খনিজ, এপ্রিকট, স্টিম বয়লার, ট্যালক ও তুলা। অন্যদিকে, রাশিয়া থেকে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, কাঠ, সূর্যমুখী তেল, কারখানার কাঁচামাল, গম ও ডিজেল জ্বালানি।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, কাবুল ও মস্কোর মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক যৌথ বিনিয়োগের পথ প্রশস্ত করতে পারে, বিশেষ করে জ্বালানি, কৃষি এবং শিল্পে, যা শেষ পর্যন্ত আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখবে।
আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক বোর্ড সদস্য খানজান আলোকোজাই বলেন, ‘আমরা আমাদের বেশিরভাগ কাঠ রাশিয়া থেকে আমদানি করি, তাই আমাদের ব্যবসায়ীদের জন্য পরিবহন, সরবরাহ এবং ভিসা প্রক্রিয়া সহজ করা অপরিহার্য। ব্যবসায়িক ভিসা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
এদিকে অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল নাসির রাশতিয়া বলেন, ‘রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা আফগানিস্তানের জন্য প্রয়োজনীয়, কারণ রাশিয়ার বাজার আফগান রপ্তানির জন্য সেরা বিকল্পগুলোর মধ্যে একটি।’
আরএ


ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা
যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান