আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের পার্লামেন্টে পাস হলো ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল

আমার দেশ অনলাইন

ইসরাইলের পার্লামেন্টে পাস হলো ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বিল
ছবি সংগৃহিত।

এখন থেকে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিতে পারবে ইসরাইলের সরকার। দেশটির পার্লামেন্ট নেসেটে সোমবারের অধিবেশনে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিল পাস করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থী মিত্রদের দ্বারা বিলটি নেসেটের উত্থাপিত হলে প্রাথমিক পাঠে পাস করে। ১২০ জন সংসদ সদস্যের মধ্যে ৩৯ জন পক্ষে ভোট দিয়েছেন এবং ১৬ জন বিপক্ষে। এখন বিলটি চূড়ান্ত অনুমোদনে আরো যাচাইয়ের জন্য একটি কমিটিতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের ইহুদি শক্তি দল মৃত্যুদণ্ড কার্যকর বিলের প্রস্তাব দিয়েছিল। বিলটি ছিল ঘৃণা বা ক্ষতি করার উদ্দেশ্যে ইসরাইলের নাগরিকদের হত্যা করা হলে, অভিযুক্ত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি সংক্রান্ত।

অধিবেশনে আরব আইনপ্রণেতা আয়মান ওদেহ এবং বেন-গভিরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। যা প্রায় মারামারির পর্যায়ে চলে যায়।

কুখ্যাত মন্ত্রী বেন-গাভির ফলাফলকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং তিনি গাভির দাবি করেছেন তার দল প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে।

ইতোমধ্যে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এই প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেছে, এই আইনটি করা হয়েছে বিশেষত ফিলিস্তিনিদের লক্ষ্য করে, যা ইসরাইলের প্রতিষ্ঠিত বৈষম্যমূলক ব্যবস্থাকে আরো গভীর করে তুলবে।

এর আগে ৩ নভেম্বর ইসরাইলি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য একটি বিল উত্থাপন করে। পরবর্তীতে ১০ নভেম্বর বিলটি প্রথম পাঠের জন্য নেসেটে আনা হলে বিলটি প্রাথমিবে পাস হয়। ।

আইনটি পুরোপুরি কার্যকর হলে, ১৯৬২ সালের পর ইসরাইল প্রথমবারের মতো মৃত্যুদণ্ড চালু করবে। সেসময় ইসরাইল নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইচম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
সূত্র: টিআরটি ওয়ার্ল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন