আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠক করবেন। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের ওপর রাজনৈতিক বন্দিদের দ্রুত মুক্তির জন্য চাপ বাড়ছে। ভেনেজুয়েলার সরকার ইতোমধ্যে নিকোলাস মাদুরোর শাসনের অধীনে আটক থাকা আরও ১১৬ জনকে মুক্তি দিয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছেন, প্রকৃত মুক্তির সংখ্যা এ পর্যন্ত খুব সীমিত এবং প্রায় ৮০০ থেকে ১২০০ বন্দির মধ্যে মাত্র প্রায় ৫০ জন মুক্তি পেয়েছে।
মার্কিন প্রশাসন মাচাদোর পাশে দাঁড়িয়েছে এবং ট্রাম্প মাচাদোর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। একই সঙ্গে ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সতর্ক করেছেন যে, যদি যুক্তরাষ্ট্রের তেলের ওপর প্রবেশাধিকার নিশ্চিত করতে তিনি নির্দেশ না মানেন, তাহলে তাকে ফল ভোগ করতে হতে পারে।
এ বৈঠককে ওয়াশিংটন–কারাকাস সম্পর্ক এবং ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

