বিশ্বে প্রথমবার যে ব্যক্তির সম্পদ ছাড়ালো হাফ ট্রিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৭: ২৪
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৭: ৪২

বিশ্বে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক । তিনিই বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ৫০০ বিলিয়ন ডলারের (অর্ধ ট্রিলিয়ন) সম্পদের মালিক হলেন। বুধবার ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার ট্র্যাকার অনুযায়ী,মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ঠিক ৫০০ বিলিয়ন ডলারে, যা দ্বিতীয় স্থানে থাকা ল্যারি এলিসনের তুলনায় প্রায় ১৫০ বিলিয়ন ডলার বেশি।

ইলন মাস্কের সম্পদের বিশাল একটি অংশ এসেছে স্পেসএক্স থেকে, যার মূল্য বর্তমানে ৪০০ বিলিয়ন ডলার। মাস্কের ৪২% মালিকানাধীন এই কোম্পানির অংশ থেকে তাঁর সম্পদের পরিমাণে যোগ হয় আনুমানিক ১৬৮ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

তাছাড়া, নতুন এআই কোম্পানি এক্সএআই হোলডিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স একীভূত হওয়ার পর গঠিত কোম্পানির মূল্য ১১৩ বিলিয়ন ডলার, যার মধ্যে মাস্কের ৫৩% মালিকানা রয়েছে, যার মূল্য প্রায় ৬০ বিলিয়ন ডলার।

মূলত টেসলার শেয়ারদরের ৪% উল্লম্ফনের ফলে মাত্র একদিনেই মাস্কের সম্পদে যোগ হয় প্রায় ৯.৩ বিলিয়ন ডলার। মাস্ক বর্তমানে টেসলার প্রায় ১২% শেয়ারের মালিক, যার বাজারমূল্য ১৯১ বিলিয়ন ডলার

টেসলার বোর্ড সেপ্টেম্বরে একটি নতুন পারফরম্যান্স-ভিত্তিক বেতন প্যাকেজ প্রস্তাব করেছে, যা মাস্ককে সম্ভাব্যভাবে অতিরিক্ত ১ ট্রিলিয়ন ডলার মূল্যের শেয়ার দিতে পারে—যদি কোম্পানি আগামী ১০ বছরে “মার্স-শট” পারফরম্যান্স মাইলফলক পূরণ করে।

২০২০ সালে মাত্র ২৪.৬ বিলিয়ন ডলার থেকে শুরু করে ২০২১ সালে ১০০, ২০০ ও ৩০০ বিলিয়ন ডলার এবং ২০২৪ সালের শেষে ৪০০ বিলিয়ন ডলার—এভাবেই দ্রুতগতিতে সম্পদ বাড়িয়ে আজ ইলন মাস্ক পৌঁছালেন ৫০০ বিলিয়নের মাইলফলকে।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে তিনি এখন অনেকটাই এগিয়ে। এই গতি বজায় থাকলে, ২০৩৩ সালের মধ্যেই এলন মাস্ক হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মানুষ।

২০২৪ সালের জানুয়ারিতে ডেলাওয়্যারের একজন বিচারকের রায়ে বাতিল হওয়া ২০১৮ সালের সিইও পারফরম্যান্স প্যাকেজ না কাটা হলে এই সম্পদের পরিমাণ আরও ১৩৩ বিলিয়ন ডলার বাড়তে পারত। তবে এই রায়ের বিরুদ্ধে মাস্ক আপিল করেছেন, যার ফলে ওই অংশের মূল্য আপাতত ৫০% হ্রাস করে বিবেচনা করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত