আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল সোমালিয়া

আমার দেশ অনলাইন

পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানাল সোমালিয়া

সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আবদিসালাম আবদি আলি সোমালিল্যান্ড ইস্যুতে পাকিস্তানের দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ধারাবাহিকভাবে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে।

এর একদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ইসরাইলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, এই সিদ্ধান্ত শুধু সোমালিয়ার শান্তি ও স্থিতিশীলতাই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়, যেন তারা এ ধরনের পদক্ষেপ প্রত্যাখ্যান করে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার প্রচেষ্টা রোধ করে।

বিজ্ঞাপন

রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) উত্থাপনে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।

জবাবে ইসহাক দার সোমালিয়ার প্রতি পাকিস্তানের “অটল সমর্থন” পুনর্ব্যক্ত করেন এবং দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপের নিন্দা জানান।

সূত্র: জিও নিউজ

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন