আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলতি বছরে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরে স্পেনে যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

উন্নত জীবনের আশায় প্রতিদিনই সাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে হাজারো মানুষ। চলতি বছর শুধু স্পেনে পৌঁছানোর জন্য সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছে তিন হাজারেরও বেশি অভিবাসী। তবে এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় কম। মঙ্গলবার এমনই তথ্য জানিয়েছে স্পেনের অভিবাসী অধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টিরাস’। তাদের তথ্য অনুসারে ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তিন হাজার ৯০ জন ডুবে মারা গেছেন, যার মধ্যে ১৯২ জন মহিলা এবং ৪৩৭টি শিশু রয়েছে। এ রুটে মৃত্যুর সংখ্যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণ হয়ে এক হাজার ৩৭ হয়েছে।

এনজিওর গবেষণা সমন্বয়কারী হেলেনা ম্যালেনো বলেছেন, নিহতের সংখ্যা কমে গেলেও জাহাজডুবির সংখ্যা বেড়ে ৩০৩ হয়েছে, যার মধ্যে ৭০টি নৌকা কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়েছে।

বিজ্ঞাপন

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ১৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্র ও স্থলপথে ৩৫ হাজার ৯৩৫ জন অনিয়মিত অভিবাসী এসেছেন, যেখানে ২০২৪ সালে একই সময়ের মধ্যে স্পেনীয় ভূখণ্ডে ৬০ হাজার ৩১১ জন এসে পৌঁছেছিলেন।

এই হ্রাসের বেশিরভাগই সীমান্ত পুলিশিং কঠোর করার জন্য দায়ী, বিশেষ করে মৌরিতানিয়ায়Ñযা স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের জন্য একটি প্রধান প্রস্থান বিন্দু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...