আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান-চীন স্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ

আমার দেশ অনলাইন

পাকিস্তান-চীন স্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ

পাকিস্তান-চীন স্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধ বলে মন্তব্য করেছেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। জিও টিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মঙ্গলবার চীনের বেইজিংয়ে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্বকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

এক্সে দেওয়া এক পোস্টে ইসহাক দার লেখেন, আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত হয়েছি। পাকিস্তানের নেতৃত্ব, সরকার ও জনগণের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন, পাকিস্তান-চীন স্থায়ী বন্ধুত্বকে আরও গভীর করতে এবং যৌথ আঞ্চলিক লক্ষ্য এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এমন সময়ে, যখন বেইজিংয়ে এসসিও’র পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে পাকিস্তান, চীন, বেলারুশ, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সিএফএম হচ্ছে এসসিও কাঠামোর তৃতীয় সর্বোচ্চ ফোরাম, যা আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলোর ওপর গুরুত্ব দেয়।

এ ফোরাম ঘোষণাপত্র, বিবৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল অনুমোদন করে, যা পরবর্তীতে রাষ্ট্রপ্রধানদের পরিষদের (সিএইচএস) বিবেচনায় উপস্থাপিত হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিবেচিত হয়।

এদিকে, চীনের প্রেসিডেন্ট এসসিও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, ইউরেশীয় ভূখণ্ড ও বিশাল জনসংখ্যা নিয়ে গঠিত এই সংস্থার আওতায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন