নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ নিউইয়র্কবাসীদের এই মুহূর্তটিকে নিজেদের অভিষেক এবং বিজয় হিসেবে উদযাপন করার আহ্বান জানান।
তিনি বলেন, “নিউইয়র্ক সিটির মানুষই এই অস্থির ও অভূতপূর্ব সময়ে ঐতিহাসিক ও সাহসী নেতৃত্ব বেছে নিয়েছেন। আমরা ভয়ের বদলে সাহস বেছে নিয়েছি। আমরা অল্প কয়েকজনের লুটের বদলে সবার সমৃদ্ধিকে বেছে নিয়েছি।”
ওকাসিও-কোর্তেজ নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মার্কিন প্রতিনিধি ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। তিনি ২০২৫ সালের জুন মাসে প্রথম মামদানিকে সমর্থন দেন এবং নির্বাচনের আগের মাসগুলোতে ভোটারদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন। অক্টোবরে কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে ১৩ হাজার মানুষের সমাবেশে তিনি বলেছিলেন, মামদানির জয় “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি স্পষ্ট বার্তা পাঠাবে যে তার কর্তৃত্ববাদ এখানে গ্রহণযোগ্য নয়।”
তিন মাস পর সিটি হলের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি নিউইয়র্কবাসীদের অভিনন্দন জানান—এমন একজন মেয়র বেছে নেওয়ার জন্য যিনি “কর্মজীবী মানুষের জীবনে শুধু টিকে থাকা নয়, বরং স্বপ্নময় ভবিষ্যৎ গড়তে নিরলসভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
মামদানির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিধ্বনি করে ওকাসিও-কোর্তেজ সার্বজনীন শিশু যত্ন, সাশ্রয়ী ভাড়া ও আবাসন, এবং সবার জন্য পরিচ্ছন্ন ও মর্যাদাপূর্ণ গণপরিবহন গড়ার উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, “আমরা বিদ্বেষের বিভ্রান্তি ও চরম আয় বৈষম্যের বর্বরতার পথ ছেড়ে এই পথ বেছে নিয়েছি। কারণ এটি সঠিক পথ, বুদ্ধিমানের পথ—এবং যদি আমরা এখানে এটি করতে পারি, তবে যেকোনো জায়গায়ই তা সম্ভব।”
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

