থাইল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, দেশটির পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। সোমবার দেওয়া এক বিবৃতিতে কমিশন জানায়, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাস পরই এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “আজ নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত খসড়া প্রস্তুত করে কমিশনারের কাছে প্রস্তাব দেয় এবং তিনি এতে সম্মতি জানিয়েছেন যে রোববার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ হবে ভোটগ্রহণের দিন।”
এছাড়া কমিশন জানায়, আগাম ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।
এসআর

