আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্র হামলা করলে মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র হামলা করলে মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে ইরান

চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি নতুন করে হামলা চালায়, তাহলে ইরান মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

বিজ্ঞাপন

রোববার সংসদে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো সামরিক হামলা হয়, তাহলে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌপরিবহন কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্য হবে।” রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তব্যে তিনি পরোক্ষভাবে ইসরাইলের কথাও উল্লেখ করেন।

গালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি করছে।

এসআরেএসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন