আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা ‘কাপুরুষোচিত অপহরণ’

আমার দেশ অনলাইন

মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা ‘কাপুরুষোচিত অপহরণ’
ছবি: আল জাজিরা

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি মাদুরোকে অপহরণের পদক্ষেপকে ‘কাপুরুষোচিত অপহরণ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষীকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলার কয়েকজন সেনা এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে লোপেজ সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জানান। সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়।

বিজ্ঞাপন

ডেলজি যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করলে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার গভীর রাতে মার্কিন বাহিনী কারাকাস ও এর আশপাশের এলাকায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। মাদুরোকে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার কয়েকটি মামলায় সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন