ফিল্ড মার্শাল আসিম মুনিরকে পাকিস্তান সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আনুষ্ঠানিক অনুমোদনের জন্য সারসংক্ষেপটি প্রেসিডেন্টের বাসভবনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিল্ড মার্শাল আসিম মুনির সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান—উভয় পদেই দ্বৈত দায়িত্ব পালন করবেন, যা পাকিস্তানের সামরিক কাঠামোর ক্ষেত্রে একটি নজিরবিহীন ঘটনা।
পাঁচ বছরের জন্য আসিম মুনিরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান হবেন।
এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর মেয়াদ দুই বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছেন। ২০২৬ সালের মার্চ মাসে তার বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই বর্ধিতকরণ কার্যকর হবে।


বাংলাদেশ থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট যাবে পাকিস্তানে