আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেলসি রদ্রিগেজকে সমর্থন ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ডেলসি রদ্রিগেজকে সমর্থন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গতভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির শাসনকার্য পরিচালনায় একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার সঙ্গে কাজ করবে তাঁর প্রশাসন। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দায়িত্ব গ্রহণকে সমর্থন জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বর্তমান পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী বলে মনে হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডেলসি রদ্রিগেজ সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তাঁর সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ভাই জর্জ রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতৃত্বে রয়েছেন। রদ্রিগেজ ভাই-বোন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তবে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে গেছে। এ প্রেক্ষাপটে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও নিরাপত্তার কথা বিবেচনা করে ডেলসি রদ্রিগেজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার পথে এগোচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন হামলার পর ডেলসি রদ্রিগেজই প্রথম উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা হিসেবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান। তিনি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীর জীবনের নিরাপত্তা এবং তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প প্রশাসনের মতে, ভেনেজুয়েলায় রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতেই এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। এ প্রক্রিয়ায় ডেলসি রদ্রিগেজ কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সূত্র: রয়টার্স

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন