ইয়েমেনে গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৩: ১২

ছবি: সংগৃহীত
ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি গ্যাস স্টেশন ও গ্যাস স্টোরেজ ট্যাংক বিস্ফোরণে ৮ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-বায়দা প্রদেশে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৫০ জন।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com