আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, ২০২৫ ছিল তৃতীয় উষ্ণতম বছর

আমার দেশ অনলাইন

বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, ২০২৫ ছিল তৃতীয় উষ্ণতম বছর
ছবি: সংগৃহীত।

২০২৫ সাল ছিল বিশ্বব্যাপী রেকর্ডের তৃতীয় উষ্ণতম বছর। ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস (ইসিএসডব্লিউ) পরিচালিত কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস(সিথ্রিএস) ও কোপার্নিকাস অ্যাটমোস্ফিয়ার মনিটরিং সার্ভিস (সিএএমএস) -এর প্রকাশিত তথ্যে এমনটি জানানো হয়েছে। বুধবার ইসিএসডব্লিউ এর প্রকাশিত তথ্যে দাবি করা হয়, ২০২৫ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা তিন বছর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে, যা প্যারিস চুক্তির দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রথম নজির। বর্তমান উষ্ণায়নের গতি অব্যাহত থাকলে দশকের শেষ নাগাদ এই সীমা স্থায়ীভাবে অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

২০২৫ সালে স্থলভাগ ও সমুদ্র উভয় ক্ষেত্রেই উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অ্যান্টার্কটিকা সর্বোচ্চ এবং আর্কটিক দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক তাপমাত্রা অনুভব করেছে। ইউরোপে এটি ছিল রেকর্ডের তৃতীয় উষ্ণতম বছর।

ইসিএসডব্লিউ -এর মহাপরিচালক ফ্লোরিয়ান প্যাপেনবার্গার বলেন, মানুষসৃষ্ট গ্রিনহাউস গ্যাস নির্গমনই এই উষ্ণতার প্রধান কারণ। CAMS-এর পরিচালক লরেন্স রুইল জানান, বায়ুমণ্ডল স্পষ্ট বার্তা দিচ্ছে, যা উপেক্ষা করার সুযোগ নেই।

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত তাপপ্রবাহ দাবানল, বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন