ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমন্ত্রণে ডাউনিং স্ট্রিটে পৌঁছেছেন। সেখানে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর এএফপি।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে আলোচনায় যোগ দিতে আসার পরপরই স্টারমার ভবনের বাইরে এসে জেলেনস্কিকে স্বাগত জানান।
এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে জেলেনস্কি নাকি রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পড়েও দেখেননি।
এসআর

