আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাপান সাগরে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

জাপান সাগরে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। দুই দেশের পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী ও মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করতে রবিবার থেকে এই মহড়া শুরু হয়েছে। খবর আরব নিউজের।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দরের কাছে জলসীমায় ‘জয়েন্ট সি-২০২৫’ নামে শুরু হওয়া এ মহড়া আগামী তিন দিন ধরে চলবে।

বিজ্ঞাপন

উভয় পক্ষ ‘সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন-বিধ্বংসী, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অভিযান এবং সামুদ্রিক যুদ্ধ পরিচালনা করবে। রাশিয়ান জাহাজের পাশাপাশি মহড়ায় অংশগ্রহণ করছে গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী শাওক্সিং এবং উরুমকিসহ চারটি চীনা জাহাজ।

এদিকে জাপান সাগরে চীন-রাশিয়ার এই সামরিক মহড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, রাশিয়ার সাথে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার কিছুক্ষণ আগে "সীমাহীন" কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরকারী রাশিয়া এবং চীন তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয়ের মহড়া চালায় এবং প্রতিপক্ষদের প্রতি কঠোর সর্তক বার্তা পাঠায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন