আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির বিরুদ্ধে মিনেসোটার মিনিয়াপলিসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। শুক্রবার তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নামেন তারা। এ সময় অভিবাসনসংক্রান্ত কঠোর পদক্ষেপ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার মিনিয়াপলিসে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রচণ্ড এই ঠান্ডার মধ্যেই ৫০ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন বলে জানিয়েছেন বিক্ষোভের আয়োজকেরা। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে টার্গেট সেন্টারে জড়ো হন।

বিজ্ঞাপন

আয়োজক ও বিক্ষোভকারীরা জানিয়েছেন, মিনেসোটাজুড়ে কয়েক ডজন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন।

মাত্র এক দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এফোর্সমেন্ট (আইসিই) অফিসারদের সমর্থনে মিনিয়াপলিস সফর করেন। তিনি বলেন, আইসিই অভিবাসন আইন লঙ্ঘনকারীদের আটক করতে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...