আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা প্রবাসী নিহত

আমার দেশ অনলাইন

এবার যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা প্রবাসী নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপলিসে অভিবাসন অভিযানের সময় একটি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ফেডারেল এজেন্টরা। ছবি: রয়টার্স।

বুধবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা থেকে আসা এক ব্যক্তি নিহত হয়েছেন। শহরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক সপ্তাহ আগেই ফেডারেল এজেন্টদের গুলিতে এক মার্কিন নারী নিহত হওয়ার ঘটনায় নতুন করে আবারো উত্তেজনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

মিডওয়েস্টের এই শহরের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ক্ষোভ ও উদ্বেগের বিষয়টি তারা বুঝতে পারছেন। একই সঙ্গে মিনিয়াপোলিস শহর আবারো দাবি জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই/আইস) যেন অবিলম্বে শহর ও রাজ্য ছেড়ে চলে যায়।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এক্সে দেওয়া এক বিবৃতিতে গুলির ঘটনা নিশ্চিত করে জানায়, ভেনেজুয়েলা থেকে আসা এক অবৈধ অভিবাসীকে ট্র্যাফিক থামানোর সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি প্রতিরোধ করেন বলে দাবি করা হয়।

টিআরটি ওয়ার্ল্ডের সংবাদে এসেছে, ঘটনাস্থলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, তখন পাশের একটি অ্যাপার্টমেন্ট থেকে দুজন ব্যক্তি বেরিয়ে এসে তুষার পরিষ্কারের বেলচা ও ঝাড়ুর হাতল দিয়ে একজন কর্মকর্তার ওপর হামলা চালান।

বিভাগটি আরও জানায়, নিজের জীবন রক্ষার জন্য ওই কর্মকর্তা একটি প্রতিরক্ষামূলক গুলি ছোড়েন। এতে প্রাথমিক লক্ষ্যবস্তু ব্যক্তির পায়ে গুলি লাগে। পরে তিনি মারা যান বলে জানানো হয়েছে।

ঘটনার পর মিনিয়াপোলিস শহর এবং মিনেসোটা রাজ্যের একাধিক নির্বাচিত কর্মকর্তা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন আইসিইসহ ফেডারেল এজেন্টদের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...