শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের পথে এগিয়েছে ফ্রান্স। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ইতিমধ্যে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পাস করেছে। আইন হিসেবে কার্যকর হওয়ার জন্য এখন সিনেটের অনুমোদন প্রয়োজন।
এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লায়েন ন্যূনতম বয়সসীমা নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। তবে ২৭টি সদস্য দেশ কী ধরনের পদক্ষেপ নেবে, তা নির্ধারণের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। কমিশন বিশেষজ্ঞ প্যানেল চলতি বছরের শুরুর দিকে গঠন করার পরিকল্পনা করছে।
ইইউ ইতোমধ্যে ডিজিটাল পরিসর নিয়ন্ত্রণে কঠোর আইন—ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)—আরোপ করেছে। এ আইনের মাধ্যমে শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে এবং প্ল্যাটফর্মগুলোর কাঠামো পরিবর্তনে বাধ্য করা যেতে পারে।
ফ্রান্স ও ডেনমার্কসহ পাঁচটি দেশ বর্তমানে একটি বয়স যাচাইকরণ অ্যাপ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে, যা শিশুদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে রক্ষা করবে। ইউরোপীয় কমিশন আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ এই অ্যাপ চালু হবে।
ইইউর বিভিন্ন দেশ যেমন— ফ্রান্স, ডেনমার্ক, স্পেন ও গ্রিস শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব নিয়ে গভীরভাবে নজর রাখছে। ইউরোপীয় পার্লামেন্টও ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।
তবে এখনো ইউরোপজুড়ে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। নিয়ন্ত্রকেরা আশা করছেন, ২০২৬ সালের প্রথমার্ধে শিশুদের সুরক্ষায় প্রাথমিক পদক্ষেপ ও সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

