আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ৫০ জনেরও বেশি

আমার দেশ অনলাইন

পাকিস্তানে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ৫০ জনেরও বেশি

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ রোডে অবস্থিত গুল প্লাজা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৪ জনে পৌঁছেছে। এছাড়া দুর্ঘটনায় এখনো ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

পাকিস্তানের পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা সোমবার ডন সংবাদপত্রকে বলেন যে রোববার সন্ধ্যা থেকে উদ্ধারকর্মীরা আরো আটটি মৃতদেহ উদ্ধার করেছে, যার ফলে মৃতের সংখ্যা ৬ থেকে ১৪ জনে দাঁড়িয়েছে। পুলিশ এবং উদ্ধারকারী দল ৫৪ থেকে ৫৯ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে মোবাইল ফোনের তথ্য ব্যবহার করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পরিবারের সাথে যোগাযোগ করছে।

করাচি পাকিস্তানের বৃহত্তম শহর এবং দক্ষিণ সিন্ধু প্রদেশের রাজধানী। সোমবার ঘটনাস্থল পরিদর্শনকারী সিন্ধুর গভর্নর কামরান তেসোরি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন যে ‘৭০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।’

তেসোরি আরো বলেন, ‘৭০ জনেরও বেশি ব্যক্তির নিখোঁজ, এটি অত্যন্ত উদ্বেগজনক খবর এবং এটি একটি বড় ট্র্যাজেডি, ঘটনাটি এখন ‘একটি জাতীয় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।’

শনিবার গভীর রাতে গুল প্লাজা শপিং মলে আগুন লাগে, যা একটি ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স। দমকলকর্মীরা প্রায় ৩৬ ঘন্টা পর বিশাল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, যার ফলে উদ্ধারকারী দল ভবনে প্রবেশ করে ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে সক্ষম হয়।

তবে, কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন যে ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।

সোমবার পরে, উদ্ধারকারী প্রধান পরিচালন কর্মকর্তা আবিদ জালাল ডনকে বলেন যে, মলের একটি অংশে আগুনের শিখা অব্যাহত থাকায় অগ্নিনির্বাপণ প্রচেষ্টা পুনরায় শুরু হয়েছে।

২০১২ সালে করাচিতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ২৬০ জন নিহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...