আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে বিরল অস্ত্রপচার

শিশুর বুকের ভেতরে আরেক শিশুর ভ্রূণ

আমার দেশ অনলাইন

শিশুর বুকের ভেতরে আরেক শিশুর ভ্রূণ
ছবি: সংগৃহীত

কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল রেহান নামে পাঁচ বছর বয়সি এক শিশু। তাকে নিয়ে হাসপাতালে যান তার বাবা-মা। সেখানে অস্ত্রপচার করে দেখা যায়, তার বুকে লুকিয়ে ছিল একটি অপূর্ণ ভ্রূণ। এই বিরল অস্ত্রোপচারটি হয়েছে পাকিস্তানের রহিম ইয়ার খান জেলার শেখ জায়েদ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

হাসপাতালে নেয়া পর রেহানের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আবিষ্কার করেন, তার বুকের ভিতরে একটি আংশিকভাবে বিকশিত ভ্রূণ রয়েছে, যা হৃদপিণ্ড ও প্রধান রক্তনালীগুলোর খুব কাছাকাছি ছিল।

বিজ্ঞাপন

বিষয়টি বিরল ও জটিল হওয়ার কারণে, হাসপাতালের একজন সিনিয়র থোরাসিক সার্জন ডাঃ সুলতান মাহমুদ অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচার পরিচালনা করেন। তিনি ভ্রূণটি সফলভাবে অপসারণ করতে সক্ষম হন। তবে ভ্রুণটি জীবিত ছিল না। ডাঃ সুলতান বলেন, অস্ত্রপচারটি ছিল অত্যন্ত জটিল, কারণ ভ্রূণটি হৃদপিণ্ড এবং প্রধান ধমনীর কাছে বিপজ্জনকভাবে অবস্থান করছিল, যেখানে একটি ছোটখাটো ত্রুটিও মারাত্মক হতে পারত।

তিনি ব্যাখ্যা করেন যে 'ভ্রূণের মধ্যে ভ্রূণ' একটি বিরল জন্মগত অবস্থা একটি জন্মগত বিরল অবস্থা, যেখানে যমজ সন্তানের একজন সঠিকভাবে বিকশিত না হয়ে অপরজনের শরীরের ভেতর থেকে যায়। বিশ্বব্যাপী প্রতি পাঁচ লাখ জন্মে মাত্র একটি ক্ষেত্রে এ ধরনের ঘটনা দেখা যায়। সাধারণত এসব ভ্রূণ পেটের ভেতরে পাওয়া যায়, তবে বুকের ভেতরে এমন অবস্থান অত্যন্ত বিরল।

রেহানের মা জানান, এর আগে তারা একাধিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন, কিন্তু কেউই সমস্যাটি শনাক্ত করতে পারেননি। তিনি চিকিৎসক দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অস্ত্রোপচারের পর তার ছেলের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউনের

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন