
গাজী শাহনেওয়াজ

গণভোট ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ (পিআর) নানা ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যদি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হয় তাহলে ভোট গ্রহণের সময় আটঘণ্টার জায়গায় ১০ ঘণ্টা করা হতে পারে। ইসি ও সংস্কার কমিশনের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে, শুরুতে ও শেষে একঘণ্টা করে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হতে পারে। সেক্ষেত্রে ভোটগ্রহণের সময়কাল হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, গণভোট ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অবস্থান এখনও বিপরীত মেরুতে। জামায়াত চায় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং বিএনপি একত্রে। ইতিমধ্যে ঐক্যমত সংস্কার কমিশন একদিনে (গণভোট ও সংসদ ভোট) করার সুপারিশ করেছে। গতকাল বুধবার পর্যন্ত অন্তবর্তী সরকারও কমিশনের সঙ্গে স্পর্শকাতর এ ইস্যুতে দ্বিমত পোষণ করেনি। ভোটগ্রহণ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন করতে সরকার এ চিন্তা করছে বলে জানা গেছে।
তবে, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ চলতি সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। সেখানে সংবিধান-সংক্রান্ত ৪৮টি প্রস্তাব খসড়া আদেশের তফসিলে রাখা হয়েছে। একটি আদেশ জারি করে গণভোট করার সুপারিশ ছিল ঐকমত্য কমিশনের। সেখানে একটিই প্রশ্ন রাখার সুপারিশ ছিল। নির্বাচন কমিশন-ও গণভোটে একটি প্রশ্ন রেখে ‘হ্যাঁ বা না’ রাখার পক্ষে।
বক্তব্য দেয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একদিনে হওয়াই শ্রেয়। একই সঙ্গে, সব ইস্যুগুলোকে একটি প্ল্যাটফর্মে রেখে প্রস্তাবের পক্ষে না বিপক্ষে (‘হ্যাঁ বা না’) ভোট দেওয়ার বিধান রাখা, যাতে ভোটাররা সহজেই সিদ্ধান্ত জানাতে পারে। ওই কমিশনার আরো বলেন, যদি একাধিক পয়েন্ট হয়, তাহলে সেটা গণভোট হবে না। হবে একটা জগাখিঁচুড়ি ভোট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৩০টি প্রস্তাবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশির ভাগ দল একমত। এগুলো নিয়ে গণভোটে একটি প্যাকেজ প্রশ্ন রাখার চিন্তা করা হচ্ছে। সেখানে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে এ ৩০টি সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চান কি না। এর বাইরে ১৮টি সংস্কার প্রস্তাব নিয়ে বড় ধরনের মতবিরোধ আছে। এর মধ্যে বেশির ভাগই মৌলিক সংস্কার প্রস্তাব। এগুলো নিয়ে গণভোটে আলাদা তিন-চারটি প্রশ্ন করার চিন্তা হচ্ছে।
এদিকে, সাধারণ ভোট ও গণভোট একদিনে হবে ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন উপ-সচিব এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করছেন। সেখানে গণভোটের কারণে ভোটগ্রহণের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হচ্ছে। প্রাথমিক খসড়া করে রাখা হচ্ছে, যাতে ইসির চাওয়া অনুযায়ী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচন প্রস্তুতিতে কোনো সমস্যা না হয়।

গণভোট ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ (পিআর) নানা ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যদি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হয় তাহলে ভোট গ্রহণের সময় আটঘণ্টার জায়গায় ১০ ঘণ্টা করা হতে পারে। ইসি ও সংস্কার কমিশনের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে, শুরুতে ও শেষে একঘণ্টা করে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হতে পারে। সেক্ষেত্রে ভোটগ্রহণের সময়কাল হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
খোঁজ নিয়ে জানা গেছে, গণভোট ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অবস্থান এখনও বিপরীত মেরুতে। জামায়াত চায় সংসদ নির্বাচনের আগে গণভোট এবং বিএনপি একত্রে। ইতিমধ্যে ঐক্যমত সংস্কার কমিশন একদিনে (গণভোট ও সংসদ ভোট) করার সুপারিশ করেছে। গতকাল বুধবার পর্যন্ত অন্তবর্তী সরকারও কমিশনের সঙ্গে স্পর্শকাতর এ ইস্যুতে দ্বিমত পোষণ করেনি। ভোটগ্রহণ কার্যক্রমকে নিরবচ্ছিন্ন করতে সরকার এ চিন্তা করছে বলে জানা গেছে।
তবে, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ চলতি সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। সেখানে সংবিধান-সংক্রান্ত ৪৮টি প্রস্তাব খসড়া আদেশের তফসিলে রাখা হয়েছে। একটি আদেশ জারি করে গণভোট করার সুপারিশ ছিল ঐকমত্য কমিশনের। সেখানে একটিই প্রশ্ন রাখার সুপারিশ ছিল। নির্বাচন কমিশন-ও গণভোটে একটি প্রশ্ন রেখে ‘হ্যাঁ বা না’ রাখার পক্ষে।
বক্তব্য দেয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার আমার দেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একদিনে হওয়াই শ্রেয়। একই সঙ্গে, সব ইস্যুগুলোকে একটি প্ল্যাটফর্মে রেখে প্রস্তাবের পক্ষে না বিপক্ষে (‘হ্যাঁ বা না’) ভোট দেওয়ার বিধান রাখা, যাতে ভোটাররা সহজেই সিদ্ধান্ত জানাতে পারে। ওই কমিশনার আরো বলেন, যদি একাধিক পয়েন্ট হয়, তাহলে সেটা গণভোট হবে না। হবে একটা জগাখিঁচুড়ি ভোট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান-সংক্রান্ত ৪৮টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৩০টি প্রস্তাবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশির ভাগ দল একমত। এগুলো নিয়ে গণভোটে একটি প্যাকেজ প্রশ্ন রাখার চিন্তা করা হচ্ছে। সেখানে ভোটারদের কাছে জানতে চাওয়া হবে এ ৩০টি সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চান কি না। এর বাইরে ১৮টি সংস্কার প্রস্তাব নিয়ে বড় ধরনের মতবিরোধ আছে। এর মধ্যে বেশির ভাগই মৌলিক সংস্কার প্রস্তাব। এগুলো নিয়ে গণভোটে আলাদা তিন-চারটি প্রশ্ন করার চিন্তা হচ্ছে।
এদিকে, সাধারণ ভোট ও গণভোট একদিনে হবে ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থাপনা শাখার একজন উপ-সচিব এ সংক্রান্ত প্রস্তাবনা তৈরি করছেন। সেখানে গণভোটের কারণে ভোটগ্রহণের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করা হচ্ছে। প্রাথমিক খসড়া করে রাখা হচ্ছে, যাতে ইসির চাওয়া অনুযায়ী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচন প্রস্তুতিতে কোনো সমস্যা না হয়।

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড এখন নিয়ন্ত্রণ হচ্ছে প্রবাসী সন্ত্রাসীদের হাতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব মাফিয়া গোষ্ঠী নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। নগর ও জেলার বিভিন্ন এলাকায় অন্তত আটটি গ্রুপ ইতোমধ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, বালুমহাল দখল
২ ঘণ্টা আগে
চব্বিশের কোটাবিরোধী আন্দোলন যখন জুলাইয়ের মাঝামাঝিতে তীব্র হয়ে ওঠে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ শুরু করে। এ সময় আন্দোলনকারীদের দমনে নির্বিচারে গুলি চালানো হয়। এতে নিহত হন অসংখ্য মানুষ। সে সময় হাসিনা সরকারের আপ্রাণ চেষ্টা ছিল নিহতদের প্রকৃত সংখ্যা লুকানো। এরই পরিপ্রেক্ষিতে
২ ঘণ্টা আগে
দেশে সামগ্রিক অর্থনীতির ধীরগতির মধ্যে কিছুটা আশাব্যঞ্জক ছিল রপ্তানি প্রবৃদ্ধি। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে এসে ভাটা পড়েছে রপ্তানি আয়ে। চলতি অর্থবছরের আগস্ট থেকে টানা তিন মাস রপ্তানি আয় কমেছে। সর্বশেষ অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, সামগ্রিক আয় কমার
৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বারবার মঞ্চস্থ হয়েছিল অস্ত্র উদ্ধার নাটক। ভারতের ত্রিপুরা সীমান্তসংলগ্ন চুনারুঘাটে ২৪৩ হেক্টরের এ বনে র্যাবের উদ্যোগে মোট ৯ দফা অভিযান চালানো হয়। দেশে যখনই রাজনৈতিক অস্থিরতা তৈরি হতো, তখনই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে
৩ ঘণ্টা আগে