• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> আমার দেশ স্পেশাল

রাজধানীতে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে

ওয়াসিম সিদ্দিকী
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬: ৫৬
logo
রাজধানীতে ছিনতাই বাড়ছে আশঙ্কাজনক হারে

ওয়াসিম সিদ্দিকী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৬: ৫৬
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৪৮৩টি। রাজধানীতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়েরকৃত এ ধরনের মামলার সংখ্যা ১২৬। এর মধ্যে জুলাইয়ে ৩৮, আগস্টে ৫২ এবং সেপ্টেম্বর মাসে ৩৬টি মামলা হয়। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত মামলার কোনো রেকর্ড জানাতে পারেনি ডিএমপি।

ভুক্তভোগীরা নানান কারণে মামলা করতে চান না। এ কারণে মামলার চেয়ে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, চলতি বছর ছিনতাইয়ে অন্তত ৪০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। আহতদের বড় অংশই রাত ১টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে আসে। পুলিশ জানায়, মোটরসাইকেলভিত্তিক চক্র রাতের নির্জন সড়কে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই শেষে পালিয়ে যায়। প্রতিরোধকারীরা হামলার শিকার হন।

গত ১১ অক্টোবর রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ার তিতাস রোডে ছিনতাইকারীদের অস্ত্রে গুলিবিদ্ধ হন ৩৩ বছর বয়সি বেসরকারি চাকরিজীবী নাফিস আজিজ সিদ্দিক। প্রতিরোধ করায় দুর্বৃত্তরা বাম পায়ে গুলি করে তার মোটরসাইকেল ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে ফরায়েজী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খিলগাঁও থানার পুলিশ বলছে, ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বেসরকারি চাকরিজীবী মাহবুব আলম জানান, গত ২ অক্টোবর ধানমন্ডির একটি হাসপাতাল থেকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার সময় চালকের হামলার শিকার হয় তার স্ত্রী। পথে রিকশাচালক নিজের কাছে রক্ষিত স্বর্ণালংকার স্ত্রীর চিকিৎসার জন্য বিক্রির প্রস্তাব দেয় নারী যাত্রীকে। ফোনে স্বামীর পরামর্শ অনুযায়ী সে প্রস্তাব না মানায় ওই রিকশাচালক রিকশা থামিয়ে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়। এমনকি তাকে ধাক্কা দেয়। চক্রের আরো কয়েকজন ওই প্রতারকের পক্ষ নেয়। তখন ওই স্থান অতিক্রমকারী পুলিশের একটি টহল টিমকে জানালে ওই রিকশাচালক ও নারীÑদুজনকেই ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। মাহবুব আলম থানায় এসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।

থানায় ওই সময় দায়িত্বরত ডিউটি অফিসার আমার দেশকে জানান, ওই নারী সংঘবদ্ধ চক্রের সদস্য কি না, তা যাচাই করার জন্য তাকে ছাড়তে বিলম্ব হয়। রিকশাচালকের পরিণতি জানা যায়নি।

কাজ শেষে তেজগাঁও থেকে বাসায় ফেরার পথে ১২ অক্টোবর ভোর পৌনে ৫টার দিকে যাত্রাবাড়ী থানার পাশে টেম্পুস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন পত্রিকা অফিসের কর্মী মাহবুব আলম। এ সময় তার ব্যাগ ছিনতাই হয়। ব্যাগে টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড ছিল। তার সহকর্মী মেহেদি হাসানকে বহনকারী প্রাতিষ্ঠানের অটোরিকশা ৮ অক্টোবর রাত ৩টার দিকে শনির আখড়ার কুতুবখালীতে একটি পিকআপের ব্যারিকেডে আক্রান্ত হয়। ছিনতাইকারীরা সিএনজির দরজা খুলে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে সবকিছু কেড়ে নিতে চায়। মেহেদি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হাত-পায়ে আঘাত করে টাকা, মোবাইল ফোন এবং একটি এটিএম কার্ড কেড়ে নেয়। একই অফিসের শেখ ওবায়েদুল তেজগাঁও শিল্প এলাকা থেকে ভোরে বিজয় সরণি ফ্লাইওভারে হাঁটছিলেন। ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছলে চার-পাঁচজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কয়েকদিনের ব্যবধানে একই অফিসের তিনজন ছিনতাইয়ের কবলে পড়েন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর চকবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আমির লাল সরদার (৩৫)। পুলিশ বলছে, রাতে পথরোধের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রতিরোধ করলে এ হামলা চালানো হয়।

গত ২৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন শান্ত আহমেদ বাবু (৩০)। একই ভাবে মৃত্যু হয় তার। কাছাকাছি আন্ডারপাস এলাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছুরিকাঘাতে আহত হন শিক্ষার্থী আবাবিল আদিত্য (২২)। দুর্বৃত্তদের কাছে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে তিনি এখন চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, আন্ডারপাসটি রাতের বেলা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। গত ১৫ জুলাই উত্তরা ৫ নম্বর সেক্টরে ১৫ লাখ টাকা ছিনতাই হয়। এক ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এ ধরনের আরেকটি ঘটনা ঘটে ১৮ আগস্ট, গাউসুল আজম এভিনিউতে। তখন ১০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে উত্তরা বিভাগ ডিবি পুলিশ চক্রের প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করে।

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় ২৬ এপ্রিল বিকালে ব্যস্ত সড়কে গাড়ির জানালা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মীর ব্যাগ টেনে নেয় দুর্বৃত্তরা। এতে ওই নারী গুরুতর আহত হন। ঘটনার সিসিটিভি রেকর্ড রয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।

জানা যাচ্ছে, রাজধানীর আশপাশে ট্রেনের ছাদে ছিনতাই এখন একটি বড় ধরনের সংগঠিত অপরাধে পরিণত হচ্ছে। ঢাকা রেলওয়ে পুলিশ ৪ অক্টোবর খিলগাঁওসংলগ্ন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন আলাউদ্দিনকে (১৯) আটক করে। তার কাছে একটি ধারালো চাকু পাওয়া যায়।

শুধু রাজধানী ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও বেড়েছে ছিনতাই। গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারায় যাত্রী সেজে এক সিএনজিচালককে হত্যা করে পালায় দুর্বৃত্তরা। ২ সেপ্টেম্বর পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন রিকশাচালক মো. সদিয়া (৩৫)। ২৫ আগস্ট সাভারের বিশমাইল এলাকায় কাভার্ড ভ্যানের চালক মো. শামীম হোসেন (৩০) ছুরিকাঘাতে নিহত হন। ৭ আগস্ট সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন মো. ডালিম (৩৫)। এছাড়া ৬ অক্টোবর সিলেটে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ক্রমবর্ধমান এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপি, পুলিশ সদর দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব ঘটনায় তারাও উদ্বেগ প্রকাশ করেন। কোনো পক্ষের চক্ষুশূল হওয়ার আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত খুব দেখেশুনে পা ফেলতে চান কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসেন বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সিসিটিভি নেটওয়ার্ক সম্প্রসারণ ও আলোকায়ন বাড়ানোর আলোচনাও চলছে।

অপরাধ বিশেষজ্ঞ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. উমর ফারুক বলেন, সংগঠিত চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে অপরাধ ঘটছে। সিসিটিভির দুর্বল কাভারেজ, রাতের অন্ধকার ও নিরাপত্তার ঘাটতি তাদের পালিয়ে যেতে সহজ করে দিচ্ছে। হটস্পট এলাকা শনাক্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর একাধিক কর্মকর্তা বলেন, সমস্যার বড় কারণ জামিনে মুক্তি পাওয়া অপরাধীদের দ্রুত সক্রিয় হওয়া। তারা একাধিক মামলার আসামি হলেও স্বল্প সময়ে জামিন পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিচারব্যবস্থা, নগর অবকাঠামো এবং সামাজিক প্রতিরোধÑএ তিনটি দিককে সমন্বয় না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। বেকারত্ব এবং বর্তমান অস্থিরতাও এ পরিস্থিতির জন্য কিছুটা দায়ী বলে মন্তব্য করেন তারা।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ছিনতাই বৃদ্ধির কথা স্বীকার না করলেও বলছেন, রাজধানীতে কাজের সন্ধানে যেমন গ্রাম থেকে মানুষ আসে, তেমনি অপরাধ করতেও মানুষ আসে। অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। বাড়ানো হয়েছে পুলিশের মোটরসাইকেল টহল টিম।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com
রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীসহ সারা দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। গুলি বা ছুরিকাঘাতে আহত বা নিহত হচ্ছে সাধারণ মানুষ। মোটরসাইকেল থামিয়ে, ট্রেনে কিংবা ব্যস্ত সড়কের পাশে রাতের অন্ধকারে হামলা চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে উঠছে। পুলিশের মতে, ঢাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা হচ্ছে ছিনতাইয়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এ সময় মোটরসাইকেলভিত্তিক ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। গত কয়েক মাসের এসব ঘটনা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে।

বিজ্ঞাপন

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৪৮৩টি। রাজধানীতে গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় দায়েরকৃত এ ধরনের মামলার সংখ্যা ১২৬। এর মধ্যে জুলাইয়ে ৩৮, আগস্টে ৫২ এবং সেপ্টেম্বর মাসে ৩৬টি মামলা হয়। অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত মামলার কোনো রেকর্ড জানাতে পারেনি ডিএমপি।

ভুক্তভোগীরা নানান কারণে মামলা করতে চান না। এ কারণে মামলার চেয়ে বাস্তবে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, চলতি বছর ছিনতাইয়ে অন্তত ৪০ জন আহত হন, যাদের মধ্যে সাতজন গুলিবিদ্ধ। আহতদের বড় অংশই রাত ১টা থেকে ৪টার মধ্যে হাসপাতালে আসে। পুলিশ জানায়, মোটরসাইকেলভিত্তিক চক্র রাতের নির্জন সড়কে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই শেষে পালিয়ে যায়। প্রতিরোধকারীরা হামলার শিকার হন।

গত ১১ অক্টোবর রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়ার তিতাস রোডে ছিনতাইকারীদের অস্ত্রে গুলিবিদ্ধ হন ৩৩ বছর বয়সি বেসরকারি চাকরিজীবী নাফিস আজিজ সিদ্দিক। প্রতিরোধ করায় দুর্বৃত্তরা বাম পায়ে গুলি করে তার মোটরসাইকেল ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। তাকে প্রথমে ফরায়েজী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খিলগাঁও থানার পুলিশ বলছে, ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

বেসরকারি চাকরিজীবী মাহবুব আলম জানান, গত ২ অক্টোবর ধানমন্ডির একটি হাসপাতাল থেকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার সময় চালকের হামলার শিকার হয় তার স্ত্রী। পথে রিকশাচালক নিজের কাছে রক্ষিত স্বর্ণালংকার স্ত্রীর চিকিৎসার জন্য বিক্রির প্রস্তাব দেয় নারী যাত্রীকে। ফোনে স্বামীর পরামর্শ অনুযায়ী সে প্রস্তাব না মানায় ওই রিকশাচালক রিকশা থামিয়ে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়। এমনকি তাকে ধাক্কা দেয়। চক্রের আরো কয়েকজন ওই প্রতারকের পক্ষ নেয়। তখন ওই স্থান অতিক্রমকারী পুলিশের একটি টহল টিমকে জানালে ওই রিকশাচালক ও নারীÑদুজনকেই ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। মাহবুব আলম থানায় এসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তার স্ত্রীকে ছেড়ে দেওয়া হয়।

থানায় ওই সময় দায়িত্বরত ডিউটি অফিসার আমার দেশকে জানান, ওই নারী সংঘবদ্ধ চক্রের সদস্য কি না, তা যাচাই করার জন্য তাকে ছাড়তে বিলম্ব হয়। রিকশাচালকের পরিণতি জানা যায়নি।

কাজ শেষে তেজগাঁও থেকে বাসায় ফেরার পথে ১২ অক্টোবর ভোর পৌনে ৫টার দিকে যাত্রাবাড়ী থানার পাশে টেম্পুস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন পত্রিকা অফিসের কর্মী মাহবুব আলম। এ সময় তার ব্যাগ ছিনতাই হয়। ব্যাগে টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড ছিল। তার সহকর্মী মেহেদি হাসানকে বহনকারী প্রাতিষ্ঠানের অটোরিকশা ৮ অক্টোবর রাত ৩টার দিকে শনির আখড়ার কুতুবখালীতে একটি পিকআপের ব্যারিকেডে আক্রান্ত হয়। ছিনতাইকারীরা সিএনজির দরজা খুলে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে সবকিছু কেড়ে নিতে চায়। মেহেদি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হাত-পায়ে আঘাত করে টাকা, মোবাইল ফোন এবং একটি এটিএম কার্ড কেড়ে নেয়। একই অফিসের শেখ ওবায়েদুল তেজগাঁও শিল্প এলাকা থেকে ভোরে বিজয় সরণি ফ্লাইওভারে হাঁটছিলেন। ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছলে চার-পাঁচজন ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কয়েকদিনের ব্যবধানে একই অফিসের তিনজন ছিনতাইয়ের কবলে পড়েন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর চকবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারান আমির লাল সরদার (৩৫)। পুলিশ বলছে, রাতে পথরোধের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। প্রতিরোধ করলে এ হামলা চালানো হয়।

গত ২৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হন শান্ত আহমেদ বাবু (৩০)। একই ভাবে মৃত্যু হয় তার। কাছাকাছি আন্ডারপাস এলাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ছুরিকাঘাতে আহত হন শিক্ষার্থী আবাবিল আদিত্য (২২)। দুর্বৃত্তদের কাছে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে তিনি এখন চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, আন্ডারপাসটি রাতের বেলা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। গত ১৫ জুলাই উত্তরা ৫ নম্বর সেক্টরে ১৫ লাখ টাকা ছিনতাই হয়। এক ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। এ ধরনের আরেকটি ঘটনা ঘটে ১৮ আগস্ট, গাউসুল আজম এভিনিউতে। তখন ১০ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে উত্তরা বিভাগ ডিবি পুলিশ চক্রের প্রধানসহ দুজনকে গ্রেপ্তার করে।

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় ২৬ এপ্রিল বিকালে ব্যস্ত সড়কে গাড়ির জানালা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মীর ব্যাগ টেনে নেয় দুর্বৃত্তরা। এতে ওই নারী গুরুতর আহত হন। ঘটনার সিসিটিভি রেকর্ড রয়েছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।

জানা যাচ্ছে, রাজধানীর আশপাশে ট্রেনের ছাদে ছিনতাই এখন একটি বড় ধরনের সংগঠিত অপরাধে পরিণত হচ্ছে। ঢাকা রেলওয়ে পুলিশ ৪ অক্টোবর খিলগাঁওসংলগ্ন এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন আলাউদ্দিনকে (১৯) আটক করে। তার কাছে একটি ধারালো চাকু পাওয়া যায়।

শুধু রাজধানী ঢাকায়ই নয়, ঢাকার বাইরেও বেড়েছে ছিনতাই। গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারায় যাত্রী সেজে এক সিএনজিচালককে হত্যা করে পালায় দুর্বৃত্তরা। ২ সেপ্টেম্বর পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন রিকশাচালক মো. সদিয়া (৩৫)। ২৫ আগস্ট সাভারের বিশমাইল এলাকায় কাভার্ড ভ্যানের চালক মো. শামীম হোসেন (৩০) ছুরিকাঘাতে নিহত হন। ৭ আগস্ট সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন মো. ডালিম (৩৫)। এছাড়া ৬ অক্টোবর সিলেটে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ক্রমবর্ধমান এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডিএমপি, পুলিশ সদর দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা। এসব ঘটনায় তারাও উদ্বেগ প্রকাশ করেন। কোনো পক্ষের চক্ষুশূল হওয়ার আশঙ্কায় আগামী নির্বাচন পর্যন্ত খুব দেখেশুনে পা ফেলতে চান কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এএইচএম শাহাদাত হোসেন বলেন, ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোয় সিসিটিভি নেটওয়ার্ক সম্প্রসারণ ও আলোকায়ন বাড়ানোর আলোচনাও চলছে।

অপরাধ বিশেষজ্ঞ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. উমর ফারুক বলেন, সংগঠিত চক্রের মাধ্যমে পরিকল্পিতভাবে অপরাধ ঘটছে। সিসিটিভির দুর্বল কাভারেজ, রাতের অন্ধকার ও নিরাপত্তার ঘাটতি তাদের পালিয়ে যেতে সহজ করে দিচ্ছে। হটস্পট এলাকা শনাক্ত ও গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর একাধিক কর্মকর্তা বলেন, সমস্যার বড় কারণ জামিনে মুক্তি পাওয়া অপরাধীদের দ্রুত সক্রিয় হওয়া। তারা একাধিক মামলার আসামি হলেও স্বল্প সময়ে জামিন পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিচারব্যবস্থা, নগর অবকাঠামো এবং সামাজিক প্রতিরোধÑএ তিনটি দিককে সমন্বয় না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। বেকারত্ব এবং বর্তমান অস্থিরতাও এ পরিস্থিতির জন্য কিছুটা দায়ী বলে মন্তব্য করেন তারা।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ছিনতাই বৃদ্ধির কথা স্বীকার না করলেও বলছেন, রাজধানীতে কাজের সন্ধানে যেমন গ্রাম থেকে মানুষ আসে, তেমনি অপরাধ করতেও মানুষ আসে। অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। বাড়ানো হয়েছে পুলিশের মোটরসাইকেল টহল টিম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশরাজধানীছিনতাইকারী
সর্বশেষ
১

দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার কী অবস্থা

২

‘লজিক’ প্রকল্পের সাড়ে ৯ কোটি টাকার হদিস নেই

৩

শহিদুল-ডালিয়াচক্রের ফাঁদে ২৩২ বিনিয়োগকারী

৪

বাংলাদেশ ঘিরে দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা

৫

দুর্নীতি দমনে নির্মমতাই কি শেষ পথ?

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

‘টিম জাবেদের’ নির্দেশনায় আগের রাতে বাক্স ভর্তি

পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় ‘কপোতাক্ষ’ নামে একটি কক্ষ আছে। এটি সাধারণ অফিসরুম হলেও ২০১৮ সালের অক্টোবরে ব্যবহার করা হয় অস্বাভাবিক কাজে। সেখানে বসে একদল পুলিশ কর্মকর্তা তৈরি করে দেশের ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম ও পরিকল্পিত ‘ভোট ডাকাতির’ নীলনকশা।

১ ঘণ্টা আগে

উপদেষ্টাদের এপিএস-পিওদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ভাটা

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে চলতি বছরের শুরুর দিকে। তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দেন অনেকেই।

১ দিন আগে

চসিকের উদ্যোগে ১৫ ভবন ভাঙার পরিকল্পনা, ক্ষুব্ধ স্থানীয়রা

২০২২ সালের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে প্রস্তাবিত এলাকার একটি বড় অংশকে দেবোত্তর সম্পত্তি হিসেবে চূড়ান্ত ঘোষণা দেন। রায়ে বলা হয়, ১৯২০ সালের একটি রেজিস্ট্রিকৃত বিক্রয় দলিলের মাধ্যমে সম্পত্তিটি চার বিগ্রহের (দেবতা) নামে হস্তান্তর করা হয়েছিল। আদালত বলে, দেবতার পক্ষে তার সেবায়েত হরলাল রায় মূল

২ দিন আগে

৬৮০ কোটি টাকার নদীরক্ষা প্রকল্পে অনিয়ম-দুর্নীতি

ঝালকাঠিতে পানি উন্নয়ন বোর্ডের নদীর তীররক্ষা কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৬৮০ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে প্রকল্পটিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু, ব্লক তৈরিতে বালুর অনুপাতে কম সিমেন্ট ও কম ওজনের জিও ব্যাগ। এসব অনিয়মের কারণে ইতোমধ্যে প্রকল্প থেকে একজন এসওকে

২ দিন আগে
‘টিম জাবেদের’ নির্দেশনায় আগের রাতে বাক্স ভর্তি

‘টিম জাবেদের’ নির্দেশনায় আগের রাতে বাক্স ভর্তি

উপদেষ্টাদের এপিএস-পিওদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ভাটা

উপদেষ্টাদের এপিএস-পিওদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ভাটা

চসিকের উদ্যোগে ১৫ ভবন ভাঙার পরিকল্পনা, ক্ষুব্ধ স্থানীয়রা

চসিকের উদ্যোগে ১৫ ভবন ভাঙার পরিকল্পনা, ক্ষুব্ধ স্থানীয়রা

৬৮০ কোটি টাকার নদীরক্ষা প্রকল্পে অনিয়ম-দুর্নীতি

৬৮০ কোটি টাকার নদীরক্ষা প্রকল্পে অনিয়ম-দুর্নীতি