ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে চলছে অবৈধ ইটের ভাটায় চোরাই মাটি সাপ্লাই ও দুই নম্বর ইটের রমরমা কারবার। এজন্য ট্রাক চলাচলে স্থাপন করা হয়েছে অবৈধ ফেরিঘাট । কৃষক লীগ ক্যাডারের ব্যবসায়িক ফেরি ও অন্যের জমি দখল করে এই কারবার চালাচ্ছেন থানা স্বেচ্ছাসেবক দলের কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে ইটের খোলায় চাঁদাবাজির অভিযোগ।
ধলেশ্বরী নদীর তীর ঘুরে দেখা যায়, ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর দুই তীরে অবৈধভাবে গড়ে উঠেছে ৬০/৭০টি অবৈধ ইটের ভাটা। এসব ভাটায় ব্যবহৃত মাটি রাজনৈতিক ছত্রছায়ায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন তিন ফসলি জমি থেকে চুরি করা হয়। একটি সঙ্ঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে মাটি কেটে নিয়ে তা বিক্রি করে। এই মাটি দিয়ে নামিদামি ব্রিক ফিল্ডের ট্রেডমার্ক নকল করে দুই নম্বর ইট বানানো হয়।
ধলেশ্বরী নদীর মোল্লার বাজার এলাকায় গিয়ে দেখা যায়, মোল্লার বাজার ডকইয়ার্ডসংলগ্ন চোরাই মাটি ও দুই নম্বর ইট সাপ্লাইয়ের জন্য রাতের আঁধারে ফেরি চলাচল করছে।
স্থানীয়রা জানান, তারা দিনের বেলায় কখনো ফেরিটি চলতে দেখেননি। রাত ৯/১০টার দিকে যখন গ্রামবাসী ঘুমিয়ে পড়েন তখন নৌযানটি চালু হয়। এরপর চলে ফজরের আজান পর্যন্ত।
ফেরিতে অবৈধ দুই নম্বর ইট বহনকারী একজন ট্রাক ড্রাইভার নাম না বলার শর্তে জানান, প্রতিবার ফেরি ব্যবহারের জন্য প্রত্যেক ট্রাক থেকে ৫০০ টাকা করে স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেনকে দেওয়া হয়। এভাবে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা এই ফেরি থেকে আদায় হয়। যা ইটভাটার মালিক পরিশোধ করেন ।
ফেরি চলাচলে দখল করা হয়েছে নদীর দুই তীরের ফসলি জমি। এ ব্যাপারে ভুক্তভোগীরা বাধা দিলে তাদের মারধরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অবৈধ ফেরির ড্রাইভার তন্ময়সহ দুজনকে আটকের পরে ছেড়ে দিয়েছে বলে জানান বিএনপি নেতা নাসির উদ্দিন।
তিনি আমার দেশকে বলেন, তিনি কোন্ডা ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে মূল দল বিএনপিতে আছেন তবে কোনো পদে নেই । তার দাবি কোন্ডা ইউনিয়নের সাধারণ মানুষ সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়ে অতিষ্ঠ। এলাকাটি মাদকে সয়লাব হয়ে গেছে । এছাড়া রাজনৈতিক ছত্রছায়ায় চলছে চাঁদাবাজি ও দখল-বাণিজ্য।
বিএনপি নেতা নাসির উদ্দিন বলেন, সন্ত্রাসীরা সাত বছর ধরে তার জমি দখল করে অবৈধ ফেরিঘাট স্থাপন করেছে। তিনি তার জায়গায় গর্ত করে রাখলেও অবৈধ দখলদারেরা তা ভরাট করে আবার ফেরি চলাচলের ব্যবস্থা করছে। কে দখলের সঙ্গে জড়িত জানতে চাইলে তিনি বলেন, আগে কোন্ডা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তালেবের দখলে তার জমি ছিল। ৫ আগস্টের পর কেরানীগঞ্জ দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাসির, বিএনপি কর্মী জহির, ওয়াহিদুল ও আলমগীর এই অবৈধ দখল, ফেরি পারাপার এবং চাঁদা আদায়ের সঙ্গে জড়িত। তিনি এসব অবৈধ কাজ বন্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে কোন্ডা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজী আবু তালেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার দেশকে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোল্লার বাজার ডকইয়ার্ডসংলগ্ন ধলেশ্বরী নদীর দক্ষিণ পাড়ে নতুন বাক্তার চর এলাকায় নিউ মদিনা ব্রিক মেনুফ্যাকচারিং নামে তার একটি ইটের ভাটা রয়েছে । তার ইটের খোলা ছাড়াও খাজা, ভান্ডারী, মডার্ন ও কসমোসহ উক্ত এলাকায় আরো ২০ থেকে ২৫ ইটের ভাটা গড়ে উঠেছে। এসব ব্রিকফিল্ডে মাটি ও ইট বিক্রির জন্য তিনি বিগত আওয়ামী সরকারের শাসনামলে ধলেশ্বরী নদীতে নিউ মদিনা ব্রিক মেনুফ্যাকচারিং নামে ব্যক্তিগত উদ্যোগে একটি ফেরি চালু করেন। ৫ আগস্টের পর ফেরিটি দখল করে নেয় কেরানীগঞ্জ দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, বিএনপি কর্মী জহির ও কোন্ডা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নাসির, বিএনপি কর্মী ওহেদুল, আলমগীরসহ একাধিক ব্যক্তি। এছাড়া বিএনপি কর্মী নাসির ওরফে বিলাই নাসির ও অহিদুলের বিরুদ্ধে তিনি তার প্রতিষ্ঠানে লুটপাট করে দুই লাখ টাকা নিয়ে যাওয়া, ছেলে সাইফুল ও শরিফুলকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়া, ভূমিদস্যুতা, বিচারের নামে হয়রানি, অর্থ কেলেঙ্কারি, নারী পাচার এবং ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।
এ ব্যাপারে কেরানীগঞ্জ দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বলেন, দুই নম্বর ইট ও চোরাই মাটি বিক্রির সিন্ডিকেটের সঙ্গে জড়িত নই। সাবেক আওয়ামী লীগ নেতা আবু তালেবের সঙ্গে আমরা আটজনে পার্টনারে ফেরি তৈরি করেছি। আওয়ামী লীগের সময় তিনি ক্ষমতায় ছিলেন, তাই তার নাম ব্যবহার করে ব্যবসা করেছি। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তাই আমরা আমাদের নিজেদের নামে ব্যবসা পরিচালনা করছি। ফেরি ও ইটের ভাটার অনুমোদন এবং কাগজপত্র না থাকার সত্যতা স্বীকার করে তিনি আমার দেশকে বলেন, ৫ আগস্টের পর আমরা মনে করেছি আগের মতোই চলবে। অনুমোদনের কথা মাথায় আসেনি। যেহেতু আপনারা বলছেন এটা অনিয়ম, সেহেতু আমরা বৈধ কাগজপত্র তৈরি করব। প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায়ের কথাও অস্বীকার করেন তিনি।
তিনি বলেন, ফেরি চলাচলে যে খরচ হয়, শুধু সেই খরচ ইটের ভাটার মালিকদের কাছ থেকে নেওয়া হয়।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আমার দেশকে বলেন, নির্বাচনজনিত বদলি হয়ে গত ৭ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগদান করেছি। শুনেছি ধলেশ্বরী নদীর তীরে অবৈধ ইটের ভাটায় চোরাই মাটি ও দুই নম্বর ইট বিক্রি এবং অবৈধ ফেরি চলাচল করে। আমি অফিসার পাঠিয়ে একাধিকবার এসব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছি। এরপরও যদি অবৈধ কার্যক্রম চলে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সে যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুক বলেন, মোল্লার বাজার ডকইয়ার্ড এলাকায় ফেরি চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদের পক্ষ থেকে কোনো রকম ইজারা দেওয়া হয়নি। যদি এ ধরনের নৌযান চলাচল করে থাকে, তাহলে তা অবৈধভাবে চলাচল করছে। তিনি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক (বন্দর পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, ধলেশ্বরীতে চলাচলরত ফেরি নিউ মদিনা ব্রিক মেনুফ্যাকচারিংয়ের কোনো অনুমোদন নেই। যে জমি ও নদী ব্যবহার করে ফেরি চলাচল করছে, সে জায়গায় ফেরি বেড়ানোর জন্য বিআইডব্লিউটিএ কোনো পন্টুন স্থাপন করেনি। শুল্ক আদায়ের জন্য কাউকে ইজারাও দেওয়া হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সংকুচিত হয়ে আসছে ইউরোপের রপ্তানি বাজার
ওসমান হাদি : শহীদের রক্তে থামে না বিপ্লব
সমুদ্রবিজ্ঞান গবেষণার ঘাটতি : মৎস্য উন্নয়নের বাধা