ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের চার জেলার প্রায় ৪৯ হাজার প্রবাসী বাংলাদেশি।
রোববার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। সঠিক তথ্য না থাকলেও সিলেট বিভাগের চার জেলার ১০-১২ লাখ মানুষ বিশে^র বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন বলে ধারণা করা হয়। কিন্তু সেই তুলনায় নিবন্ধন করেছেন মাত্র অল্প সংখ্যক প্রবাসী। যদিও পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা আর মাত্র ৪ দিন বাকি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ভোটাধিকারের লড়াইয়ের ইতিহাস দীর্ঘ। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। অন্তর্বর্তী সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
প্রবাসীরা বলছেন, নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া শুরু করলেও দূতাবাসগুলোর প্রযুক্তিগত সক্ষমতা না থাকা, প্রবাসীদের কর্মব্যস্ততাসহ নানা কারণে নিবন্ধন প্রক্রিয়া সেভাবে এগুচ্ছে না।
এছাড়া অনেকেই এই পদ্ধতির ব্যাপারে তেমন একটা ওয়াকিবহালও নয়। তাদের উদ্ধুদ্ধ করতে ইসিরও তেমন উদ্যোগ নেই। ফলে ভোটার হতে অনাগ্রহী প্রবাসীরা।
সাম্প্রতিক তথ্যানুযায়ী চলতি বছর সিলেটের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রায় ২৬৩ কোটি ৮৬ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার কোটি টাকারও বেশি। কিন্তু ভোটদান কিংবা দেশের শাসনব্যবস্থায় অংশগ্রহণের ক্ষেত্রে এই মানুষগুলোর আগ্রহ কম।
জানা গেছে, এবার প্রথম বারের মতো ভোট দেওয়ার দুয়ার খুলে অর্ন্তবর্তী সরকারের সময়ে। নানা প্রক্রিয়া শেষে গত ১৮ নভেম্বর অনলাইনে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া চালু করে নির্বাচন কমিশন। গত ১ মাস ৩ দিনে সিলেট অঞ্চলের প্রবাসীদের নিবন্ধন অর্ধ লাখও পৌঁছায়নি।
ইসির তথ্য বলছে, ১৮ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর বিকেল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার ৪৮ হাজার ৯১০ জন প্রবাসী ভোটার হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ১০ জন ও মহিলা মাত্র ৪ হাজার ৯০০ জন।
ইসির তথ্য মতে, সিলেট জেলায় সর্বোচ্চ নিবন্ধন করেছেন ২৩ হাজার ৬৮৭ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৭৪১ জন ও মহিলা ২ হাজার ৯৪৬জন। দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন করেছেন মৌলভীবাজার জেলার প্রবাসীরা। এ জেলায় মোট নিবন্ধন করেছেন ১২ হাজার ২১৫জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ১১ হাজার ১৬১জন ও মহিলা ১০৫৪জন। নিবন্ধনের দিক থেকে তারপরেই রয়েছে বিভাগের আরেক জেলা সুনামগঞ্জ। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ৬ হাজার ৭৬২ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৬ হাজার ২৭৪জন ও মহিলা ৪৮৮জন। সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৪৮ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮৩৬ জন ও মহিলা ৪১২জন।
যুক্তরাজ্যের স্কটল্যান্ড প্রবাসী মো. আব্দুল কালাম বলেন, এবারের নিবন্ধন শুধু ভোট নয়, এই নিবন্ধন গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে একটি ইতিবাচক উদ্যোগ। তাই শতভাগ নিবন্ধন নিশ্চিতে সর্বদলীয় উদ্যোগ নেওয়া জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

