সড়ক-মহাসড়কে সেনা মোতায়েন, নির্বিঘ্ন ঈদযাত্রার উদ্যোগ

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৭: ৪৩

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।

মঙ্গলবার সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম এবং কুমিল্লা-সিলেট মহাসড়কসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার আঞ্চলিক সড়কসমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের তিন শতাধিক সেনাসদস্য দায়িত্ব পালন করছেন।

এতে আরও বলা হয়, সড়ক-মহাসড়কে ঈদ যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী চালনা, অধিক গতিতে গাড়ী চালনা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠানো-নামানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও মহাসড়কের দুই পাশে যেন ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে সড়ক সংকীর্ণ না করা হয় সে বিষয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-লক্ষ্মীপুর সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত