আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তালতলীতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তালতলীতে মানববন্ধন

বরগুনার তালতলীতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে ৩ টায় উপজেলার চৌরাস্তা চত্বরে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।

দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটের সভাপতি কে এম রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও দৈনিক আমার দেশ পত্রিকার তালতলী প্রতিনিধি শাহীন শাইরাজ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরাম সভাপতি মো. হাইরাইজ মাঝি, উপজেলা সভাপতি মো. শাহাদাত হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মো. নাঈম ইসলাম,মানবজমিনের প্রতিনিধি মাহমুদুল হাসান,প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাফিজুর রহমান, ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি মো. মিরাজ হোসেন অন্তর, মো. রাসেল প্রমুখ।

মানববন্ধন সাংবাদিকরা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহার করে জড়িতদের শাস্তি দাবি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন