চট্টগ্রামের ফটিকছড়িতে জামাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার লেলাং ইউনিয়নে একটি নির্জন সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৭টায় এলাকাবাসী ওই যুবকের গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত জামাল উদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে।
তিনি বলেন, নিহত যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

