আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই কিশোরীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

দুই কিশোরীকে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর এলাকায় দুই কিশোরীকে সিএনজিতে তুলে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রোববার রাতে এ বিষয়ে টংগিবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেতকা বাজারে যাওয়ার সময় রহিম ব্রিজ এলাকায় অজ্ঞাত দুই যুবক সিএনজি অটোরিকশায় করে কিশোরীদের তুলে নিয়ে যায়।

তবে এলাকাবাসীরা জানিয়েছেন ভিন্ন কথা—ঢাকার কেরানিগঞ্জের দুই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই দুই কিশোরীর। সেই সম্পর্কের জেরে তারা পরিকল্পিতভাবে বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে পালিয়ে গেছে বলে তারা ধারণা করছেন।

এদিকে দুই ভিন্ন পরিবারের মেয়ে একই সময়ে একইভাবে নিখোঁজ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনা সম্পর্কে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন